Assignment

Class 8 Math Assignment Answer 2024 (অষ্টম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট)

Class 8 Math Assignment Answer

If you are finding a lot of unknown terms in the class 8 assignment for math, you might have been ignoring all those important details for so long. To cover that up, we are here with the solution to the math assignment of class 8.

Class 8 Math Assignment Answer 2024 5th Week

3rd Week Math Assignment Class 8

https://i0.wp.com/i.imgur.com/Ksclspc.jpg?w=780&ssl=1

3rd Week Math Assignment Answer Class 8

উপরের জ্যামিতিক চিতরগুলো সমান দৈর্ঘের রেখাংশ দিয়ে তৈরি করা একটি প্যাটার্ন

(ক) প্যাটার্নর চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় কর।
(খ) উল্লেখিত প্যাটার্নটি কোন বীজ গণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন কর।
(গ) উল্লেখিত পাটানটির প্রথম ২০টি চির তৈরি করতে মোট কতটি রেখাংশ দরকার হবে- তা নির্ণয় কর।

See more:-

  1. Class 8 Bangla Assignment Answer 2024
  2. Class 8 English Assignment Solution 2024
  3. Class 8 Math Assignment Solution 2024
  4. Class 8 Science Assignment Answer 2024
  5. Class 8 BGS Assignment Answer 2024
  6. Islam Dhormo Assignment Answer 2024 Class 8
  7. Class 8 ICT Assignment Answer 2024
  8. Class 8 Home Science Assignment Answer 2024
  9. Class 8 Agricultural Education Assignment Solution 2024
  10. Class 8 Physical Education & Health Assignment Answer 2024
  11. Class 6 Work and Life Oriented Education Assignment Solution 2024
  12. Class 6 Arts and Crafts Assignment Answer 2024

6th Week Class 8 Math Assignment 

 

১. রফিকের পিতা এবং রফিকের 5 বছর পূর্বে বয়সের অনুপাত ছিল 10:4 এবং 5 বছর পরে রফিকের পিতা। ও রফিকের বয়সের অনুপাত হবে 2:1

ক. প্রদত্ত তথ্যের আলােকে দুইটি সমীকরণ গঠন করা;
খ. প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে, তাদের দুইজনের বর্তমান বয়স নির্ণয় কর;
গ. ‘ক’ হতে প্রাপ্ত সমীকরণদ্বয় লেখের সাহায্যে সমাধান করে, ‘খ’ এর উত্তরের সত্যতা যাচাই কর;

 

 

সংক্ষিপ্ত প্রশ্ন: ক
১. পিথাগােরাসের উপপাদ্যটি বিবৃত কর?
২. একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু ও অতিভুজের অনুপাত 5:13 হলে, অপর বাহু কত?
৩. কোন ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের এমনভাবে অনুপাত লিখ, যা দ্বারা একটি সমকোনী ত্রিভুজ আঁকা সম্ভব?
৪. ABC ত্রিভুজের AB2 = Bc2 + CA2 হলে, কোন্ কোণটি সমকোণ হবে?

 

সংক্ষিপ্ত প্রশ্ন: খ

১. আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কোথায়?

২. ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখা।

৩. ঘনক আর ঘনবস্তুর মধ্যে পার্থক্য কোথায়?

৪. একটি সমবৃত্তভূমিক বেলনের ব্যাসার্ধ 3.75 সে.মি. ও উচ্চতা 11.50 সে.মি। বেলনটির সমগ্রতলের ক্ষেত্রফল কত?

৫. একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়ােজন?

৬. যে কোন সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে?

৭. একটি চাকার ব্যাসার্ধ 34 সে.মি. হলে, চাকাটি একবার ঘুরলে কত সে.মি. দূরত্ব অতিক্রম করবে?

 

সৃজনশীল প্রশ্ন: ০৩

১. কোনাে বর্গের পরিসীমা 12 সে.মি. এবং একটি আয়তের বাহুর দৈর্ঘ্য 2 সে.মি.।

ক. চিত্রসহ ঘুড়ির সংগা লিখ।
খ. অঙ্কনের বিবরণসহ উদ্দীপকের আলােকে বর্গটি আঁক।
গ. ‘খ’ তে অঙ্কিত বর্গের কর্ণকে উদ্দীপকের আয়তের কর্ণ ধরে, আয়তটি আঁকা (অঙ্কনের বিবরণসহ)

 

Class 8 Math Assignment Answer 5th Week

সৃজনশীল প্রশ্ন:

ক. ১ম রাশির উৎপাদকে বিশ্লেষণ কর।
খ. ২য়, ৩য় এবং ৪র্থ রাশির গ.সা.গু. নির্ণয় কর।
গ. ২য়, ৩য় এবং ৪র্থ রাশির ল.সা.গু. নির্ণয় কর।

প্রশ্ন: ৩. একটি পরিবারের বিভিন্ন খাতে মাসিক খরচের এর সারণি:
খরচের খাত (মাসিক) মোবাইল রিচার্জ অতিথি আপ্যায়ন যাতায়াত ঔষধ ক্রয় শিক্ষা সামগ্রী ক্রয়
টাকার পরিমাণ
গনসংখ্যা (জন)

  • ক) সারণিটি পূর্ণ কর (তােমার নিজের পরিবারের আলােকে)
  • খ) সারণি থেকে মধ্যক নির্ণয় কর।
  • গ) সারণি থেকে আয়তলেখ আঁক; আয়তলেখ হতে তােমার নিজের পরিবারের খরচের কোন খাতে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে এবং কেন?

সংক্ষিপ্ত প্রশ্ন:

৬। সেট কাকে বলে?
৭৷ সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলতে কি বুঝায়?
৮। A = {1, 2, 3} এর উপসেট কয়টি ও কী কী?
৯৷ Q = {x:x, 42 এর সকল গুণনীয়ক} সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকা কর।
১০। P = {2, 3, 4} এবং Q = {1, 3, 5} হলে, PU Q এবংP0Q নির্ণয় কর।

Class 8 math assignment 5th Week answer pdf

 3rd Week Class 8 Math Assignment Answer

সরল মুনাফার ক্ষেত্রে-

১. সঞ্চয় স্কিম এর মূলধন, P = ১৫০০০ টাকা;
২. সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল, n = ৩ বছর;
৩. সঞ্চয় স্কিম এর মুনাফার হার, r = ৯ %

ক. সঞ্চয় স্কিম এর নির্দিষ্ট সময় কাল তিন বছর পর মুনাফার পরিমাণ, I = মূলধন x সময় x মুনাফার হার

= Pnr
= ১৫০০০ x ৩ x ৯%
= ৪০৫০ টাকা
সুতরাং মুনাফা, I = ৪০৫০ টাকা

খ. ‘২’ নং ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফায়, মুনাফা – আসল, A = কত?

‘ক’ হতে পাই, ২ নং ধাপে নির্দিষ্ট সময় কাল পর সরল মুনাফা, I = ৪০৫০ টাকা

সুতরাং মুনাফা আসল = মুনাফা + আসল

= I+P
= ৪০৫০ + ১৫০০০
= ১৯০৫০ টাকা (উত্তর)

চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে,

১. সঞ্চয় স্কিম এর মূলধন,

চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে:

১) সঞ্চয় স্কিমের মূলধন, P= ১৫০০০ টাকা।
২) সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল, n = ৩ বছর।
৩) সঞ্চয় স্কিমের মুনাফার হার, r = ৯%

ক. ১ম বছরান্তে চক্র বৃদ্ধি মূলধন (সূত্র উল্লেখসহ) = কত?

উত্তর: ১ম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, C=P(1+r)n

= ১৫০০০ (১+৯%)১
= ১৫০০০ (১+৯/১০০)১
= ১৫০০০ (১+৯/১০০)১
= ১৫০০০ (১০৯/১০০)১
= ১৫০০০ x ১৯০/১০০
= ১৬৩৫০ টাকা

সুতরাং, ১ম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, C=১৬৩৫০ টাকা;

খ. ২য় বছরান্তে চক্র বৃদ্ধি মূলধন (সূত্র উল্লেখসহ) = কত?

উত্তর: ২য় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, C=P(1+r)n

= ১৫০০০ (১+৯%)২
= ১৫০০০ (১+৯/১০০)২
= ১৫০০০ (১+৯/১০০)২
= ১৫০০০ (১০৯/১০০)২
= ১৫০০০ x ১.১৮৮১
= ১৭৮২১.৫ টাকা

সুতরাং, ২য় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, C=১৭৮২১.৫ টাকা;

গ. ৩য় বছরান্তে চক্র বৃদ্ধি মূলধন (সূত্র উল্লেখসহ) = কত?

উত্তর: ৩য় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, C=P(1+r)n

= ১৫০০০ (১+৯%)৩
= ১৫০০০ (১+৯/১০০)৩
= ১৫০০০ (১+৯/১০০)৩
= ১৫০০০ (১০৯/১০০)৩
= ১৫০০০ x ১.২৯৫
= ১৯৪২৫.৪৩৫ টাকা

সুতরাং, ৩য় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, C=১৯৪২৫.৪৩৫ টাকা;

ঘ. নির্দিষ্ট সময়কাল (৩ বছর পর) চক্রবৃদ্ধি মুনাফা = কত?

উত্তর: ‘গ’ হতে পাই,

৩য় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, C=১৯৪২৫.৪৩৫ টাকা;

মূলধন, P=১৫০০০ টাকা;

সুতরাং, চক্রবৃদ্ধি মুনাফা = C + P

= ১৯৪২৫.৪৩৫-১৫০০০
= ৪৪২৫.৪৩৫ টাকা (উত্তর)

ঙ. নির্দিষ্ট সময়কাল (৩ বছর পর) সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর।

উত্তর: নির্দিষ্ট সময়কাল (৩ বছর পর) সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় কর। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয়:

সরল মুনাফা, I = Pnr

= ১৫০০০ x ৩ x (৯/১০০)

= ৪০৫০ টাকা

মূলধন, P=১৫০০০ টাকা

সময়, n = ৩ বছর,

মুনাফার হার, r = ৯ %

= (৯/১০০)

‘ঘ’ হতে পাই,

চক্রবৃদ্ধি মুনাফা = ৪৪২৫.৪৩৫ টাকা;

সুতরাং, পার্থক্য = চক্রবৃদ্ধি মুনাফা – সরল মুনাফা

= ৪৪২৫.৪৩৫-৪০৫০

=৩৭৫.৪৩৫ টাকা; (উত্তর)

সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে আমি মনে করি। কারণ সরল মুনাফার ক্ষেত্রে একটি ধাপেই কাঙ্খিত ফলাফল পাওয়া সম্ভব। পক্ষান্তরে, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে ২ টি ধাপ সম্পন্ন করতে হয়।

সকল বিষয়ের আপডেট তথ্য পেতে আমাদের Facebook page ও Facebook group এ যোগ দিন।

আরও দেখুনঃ-

Life

Life is one of the most active members of our writing team. She puts his best foot forward to bring the trending news and Education topic. Life is a great writer too. Her pieces are always objective, informative and educative.
Back to top button