Assignment

Class 7 Math Assignment Answer 2022 (৭ম শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট সমাধান)

Class 7 Math Assignment Answer 2022 5th Week

3rd Week Math Assignment Class 7

https://i0.wp.com/i.imgur.com/EMREgxG.jpg?w=780&ssl=1

3rd Week Math Assignment Answer Class 7

১. তুমি একটি তিন অঙ্কের পূর্ণ বর্গসংখ্যা লিখ এবং দুটি ভিন্ন পদ্ধতিতে সংখ্যাটির বর্গমূল নির্ণয় কর।

২. একটি সৈন্যদলকে ৯, ১২ ও ২০ সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না। সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে, তা নির্ণয় কর।

 

Class 7 subject wise assignment answer 2022:-

  1. Class 7 Bangla Assignment Solution 2022
  2. Class 7 English Assignment Solution 2022
  3. Class 7 Math Assignment Solution 2022
  4. Class 7 Science Assignment Solution 2022
  5. Class 7 BGS Assignment Solution 2022
  6. Class 7 ICT Assignment Solution 2022
  7. Islam Dhormo Assignment Answer 2022 Class 7
  8. Class 7 Home Science Assignment Solution 2022
  9. Class 7 Agricultural Assignment Solution 2022

6th Week Class 7 Math Assignment 

প্রশ্ন-০১: তােমার গণিত বইয়ের দৈর্ঘ্যের এক চতুর্থাংশ, প্রস্থের এক তৃতীয়াংশ এবং তােমার কলমের দৈর্ঘ্যের অর্ধাংশ পরিমাপ করে, প্রাপ্ত তথ্যগুলাে ব্যবহার করে নিচের প্রশ্নগুলাের উত্তর দাও।

(ক) পরিমাপকৃত বাহুগুলাের দ্বারা ত্রিভুজ অংকন কর।।
(খ) দেখাও যে, অংকনকৃত ত্রিভুজের কোণগুলাের মধ্যে বৃহত্তম বাহুর বিপরীত কোণটি বৃহত্তম।
(গ) ত্রিভুজটির কোণ তিনটিকে কেটে আলাদা করে এক বিন্দুতে স্থাপন করে দেখাও যে, তিনটি কোণ একত্রে এক সরলকোণ তৈরি করে।

প্রশ্ন: ০২। তােমার ৩০ জন সহপাঠীর উচ্চতা (আসন্ন সেন্টিমিটারের মানে) সংগ্রহ কর এবং তা তােমার খাতায় লিপিবদ্ধ কর।

(ক) উপাত্তগুলােকে মানের ক্রমানুসারে সাজাও।
(খ) সর্বোচ্চ সংখ্যক সহপাঠী কত উচ্চতা বিশিষ্ট তা আয়তলেখের সাহায্যে নির্ণয় কর।

সংক্ষিপ্ত প্রশ্ন:

১. (- p + 6) এর বর্গ কত?
২. p + Q = 7 এবং p – q = 3 হলে 2(p2+q2) এর মান কত?
৩. 3a2bc, 5ab2d এবং a3cd2 এর ল.সা.গু কত?

৪. x3-25x এবং x2 + 2x -15 এর গ.সা.গু কত?
৫. (a – 3)2 – 2 (a – 3) (a + 3) + (a + 3)2 এর সরল মান কত?

৬. 49×2 + 4y2 এর সাথে কত যােগ করলে যােগফল পূর্ণবর্গ হবে?
৭. x2 – 4xy – 9z2 + 4y2 এর একটি উৎপাদক (x – 2y + 3z) হলে, অপরটি কত?
৮. নিচের কোনগুলাে সঠিক?
(i) (2x + 3y) (2x – 3y) = 4×2– 9y2
(ii)
(iii) (a + b)2+ 4ab = (a – b)2

৯. (x – y)2 = 29 হলে, (x + y)2 এর মান কত?
১০. x2 + 5x – 6 এর উৎপাদকে বিশ্লেষণ কত?
১১. 5 (x – 3) = 10 সমীকরণটির মূল কত?

১২. কোন বিধি অনুযায়ী 2x + 3 = 7x -5 কে 7x – 5 = 2x + 3 লিখা যায়?
১৩. (-1, 3 ) বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত?
১৪. কোনাে বিন্দুর ভুজের মান 0 কোন অক্ষ রেখায়?
১৫. কোন সংখ্যা থেকে -6 বিয়ােগ করলে বিয়ােগফল -12 হয়?

 

5th Week Class 7 Math Assignment 

অতিক্রম করে নারায়ণগঞ্জ পৌছল। ব্যবসায় তারা ২,২০,০০০ টাকা বিনিয়ােগ করে ১০% লাভ পেল এবং লভ্যাংশ তাদের গতিবেগের অনুপাতে ভাগ হলাে।

(ক) সজলের ঘণ্টায় গতিবেগ নির্ণয় কর।
(খ) আমীন ও সজলের গতিবেগের অনুপাত বের কর।
(গ) আমীন ও সজল প্রত্যেকে কত টাকা লভ্যাংশ পেয়েছে তা নির্ণয় কর।

(ক) প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ কর।
(খ) ভগ্নাংশ তিনটির হরের ল. সা.গু. নির্ণয় কর।
(গ) দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যােগফল থেকে প্রথম ভগ্নাংশটি বিয়ােগ করা।

সংক্ষিপ্ত প্রশ্ন:

১। ২ মাইল এবং ৩ কিলােমিটারের পার্থক্য কত মিটার?

২৷ একটি ঘনকের একটি তলের পরিসীমা ১২ মিটার হলে এর আয়তন কত?

৩। একটি গ্লাসে ২৫০ মিলিলিটার পানি ধরে। এরুপ ২৫টি গ্লাসের পানি দ্বারা একটি পানির পাত্র সম্পূর্ণরুপে ভরা যায়। পাত্রটিতে কত লিটার পানি ধরে?

৪৷ সরকারি ব্যবস্থাপনায় প্রতিদিন ৮ ঘন্টা করে ট্রাকে চাল বিক্রি করা হয়। গড়ে প্রতি ঘন্টায় ২৮০ কেজি ৫০০ গ্রাম চাল বিক্রি করা হলে প্রতিদিন কত মেট্রিক টন চাল বিক্রি করা হয়?

৫৷ তােমার পড়ার টেবিলের প্রস্থ ২ ফুট এবং দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। টেবিলটির উপরি তলের ক্ষেত্রফল কত?

৬। জনাব চৌধুরী প্রতিদিন প্রাতঃভ্রমণের জন্য তার আয়তাকার বাগানের চারদিকে চার চক্কর দেন৷ তার বাগানটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং বাগানটির দৈর্ঘ্য ১২০ মিটার। প্রাতঃভ্রমণে তিনি কত কিলােমিটার হাঁটেন?

৭৷ অনু তার খাতায় একটি সামান্তরিক ঐকে মেপে দেখল যে, এর ভূমি ৭.৫ সেন্টিমিটার এবং উচ্চতা ৪.২৫ সেন্টিমিটার। অনুর আঁকা সামান্তরিকটির ক্ষেত্রফল কত?

৮৷ একটি ত্রিভুজের ভূমি ৬ সেন্টিমিটার ৫০ মিলিমিটার এবং উচ্চতা ৪০০ মিলিমিটার এর ক্ষেত্রফল কত বর্গসেন্টিমিটার?

৯। ৭ কিলােমিটার ৭ সেন্টিমিটার = কত মিটার?

১০৷ উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের কত ভাগের এক ভাগকে এক মিটার বলে?

Class 7 math assignment 5th Week answer pdf

চিত্রে, BA ও CE রেখাদ্বয় পরস্পর সমান্তরাল।

(ক) ∠BAC ও ∠ACE এর মধ্যে সম্পর্ক লিখ।
(খ) দেখাও যে, ∠BAC + ∠ABC = ∠ACD।
(গ) প্রমাণ কর যে, ∠ABC + ∠BCE = দুই সমকোণ।

২। একটি ত্রিভুজের দুইটি বাহু a = 3:2 সে:মি:, b = 4:5 সে:মি: এবং ∠B = 30°

(ক) ∠B এর সমান একটি কোণ আঁক।
(খ) একটি ত্রিভুজ আঁক যার দুইবাহু a ও b এবং এদের অন্তর্ভূক্ত কোণ <B এর সমান হয়।
(গ) এমন একটি ত্রিভুজ আঁক যার দুইটি বাহু a ও b এবং ∠B এর বিপরীত বাহু a হয়।

সংক্ষিপ্ত প্রশ্ন:

১। সংখ্যার এককের স্থানে কোন অঙ্ক থাকলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে না?

২। “ক” এর বর্গসংখ্যার একক স্থানে ৬ থাকলে “ক” এর একক স্থানের অঙ্কটি কী কী হতে পারে?

৩। ২৪৩৩৬ সংখ্যাটির বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট ?

৪। ২৪৫ সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ বর্গ হবে?

৫। সারি সংখ্যা এবং সারিতে সৈন্য সংখ্যা সমান রেখে সাজালে ১৮০০ জন সৈন্য থেকে কতজনকে সরিয়ে রাখতে হবে?

৬। x = -2, y = 3 হলে (3x – 2y) থেকে (-2x – 3y) এর বিয়ােগফলের মান কত?

৭। (7x – 3) এবং (7x + 5) এর গুণফল কত?

৮। 2a2 – 7ab + 6b2 কে 2a – 3b দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?

৯। 2 [6 – 3{ -2 (4 – 3 )}] এর সরল মান কত?

১০। x4 -7×3 + 2x – 11 রাশিটির x3 এর সহগ থেকে ধ্রুবক পদের বিয়ােগফলের মান কত?

সকল বিষয়ের আপডেট তথ্য পেতে আমাদের Facebook page ও Facebook group এ যোগ দিন।

আরও দেখুন…

Life

Life is one of the most active members of our writing team. She puts his best foot forward to bring the trending news and Education topic. Life is a great writer too. Her pieces are always objective, informative and educative.
Back to top button