Assignment
বাবা-মা ও শিক্ষককে কীভাবে সম্মান করা উচিত? তােমার শ্রেণিতে একজন দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু আছে। তার প্রতি তােমার আচরণ কেমন হবে?
বাবা-মা ও শিক্ষককে কীভাবে সম্মান করা উচিত?
তােমার শ্রেণিতে একজন দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু আছে। তার প্রতি তােমার আচরণ কেমন হবে?
উত্তরঃ আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন বৈশিষ্ট্যের শিশু রয়েছে। তাদের মধ্যে অনেকে অটিস্টিক, প্রতিবন্ধী ইত্যাদি। তাদের প্রতি আমাদের ‘সৌহার্দ্পূর্ণ আচরণ করতে হবে । যাতে তারা আমাদেরকে ভিন্ন চোখে না দেখে। এবং তাদের আচার-আচরণে আমাদের সহানুভূতি দেখাতে হবে।
যাতে তারা বুঝতে পারে, তারাও আমাদের মতোই স্বাভাবিক জীবন যাপন করছে। নিচে প্রতিবন্ধীদের প্রতি আমাদের আচরণ কেমন হবে তা দেওয়া হলোঃ
১। প্রতিবন্ধীদের প্রতি অসদাচরণ, উপহাস, ঠাষ্টা-তামাশা করা যাবে না।
২। তাদেরকে সবসময় হাসি-খুশি রাখতে হবে ।
৩। তাদের পছন্দের জিনিসপত্র উপহার দিতে হবে ।
৪ । পছন্দের খেলনাপত্র নিয়ে তাদের সাথে খেলা করতে হবে।
৫ । যতটুকু সন্তব তাদের সময় দিতে হবে।
সকল বিষয়ের আপডেট তথ্য পেতে আমাদের Facebook page ও Facebook group এ যোগ দিন।
আরও দেখুনঃ
- শীতের শেষে শীতকালীন পােশাকের যত্ন কীভাবে নিবে বুঝিয়ে লিখ।
- বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জানার পর তুমি কী ধরণের খাবার মজুদ করবে? কেন? এসব খাবারকে কী বলা হয়?