বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির তুলনা
বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির তুলনা
বাংলাদেশ ও ভিয়েতনাম উভয় দেশই কৃষি উন্নয়ন ও গবেষণায় ভাল অবস্থান দখল করে আছে।ভিয়েতনামের অর্থনৈতিক উন্নয়নের পিছনে কৃষি সমাজ ও কৃষির অবধান অনেক। দুই দেশের কৃষিতে ধান উৎপাদন বেশি হয়। কিন্তু বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। যেমনঃ
১. ২৫ বছর আগে ভিয়েতনামের কৃষি চিত্র ছিল অনেকটাই না বলার মত কিন্তু দেশটির কৃষি সমবায় সংগঠনগুলো খুবই সৃজনশীল ও শক্তিশালী হওয়ার কারনে দেশটির কৃষি চিত্র একেবারে পাল্টে যায়। সেই তুলনায় স্বাধীনতার পর থেকে বাংলাদেশেরের কৃষিতে তেমন কোন উল্লেখযোগ্য উন্নতি বা পরিবর্তন সাধিত হয়নি। কারন কৃষি সমবায় সংগঠনগুলো তেমন শক্তিশালী ও সংগঠিত ছিল না।
২. বাংলাদেশে কৃষি সমবায় সংগঠনগুলো ভিয়েতনামের সংগঠনগুলোর মত এতটা তৎপর না। যদিও কিছু কৃষি সমবায় মাঠপর্যায়ে কাজ করছে কিন্তু তা চোখে পরার মতো না। অন্যদিকে ভিয়েতনামের সংগঠনগুলো কৃষি সম্প্রসারণে প্রচুর টাকা ব্যায় করে এবং কৃষিনীতি ও কর্মপদ্ধতি সম্পর্কে কৃষকদেরকে ধারণা প্রদান করে। যার ফলে ভিয়েতনাম বিশ্বের অন্যতম প্রধান চাল রপ্তানিকারক দেশে পরিচিতি লাভ করেছে।
সকল বিষয়ের আপডেট তথ্য পেতে আমাদের Facebook page ও Facebook group এ যোগ দিন।
আরও দেখুনঃ
ক) জি. এম. ফসল বলতে কি বুঝ?
খ) বাংলাদেশ ও ভিয়েতনাম এর কৃষির তুলনা কর।
ক) গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের শর্তগুলি লিখ?
খ) দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা কর।