Question Solve

Primary Teacher Exam Question Solution 2024

DPE Primary School Assistant Teacher Exam Question Solution 2024 is available here. In our website you will get accurate Primary question solution 2024 details here. You will found all dates exams question solution in our website at GovtJobCircular.com.

Government Primary School Assistant Teacher Exam Question Solution 2024 is available here. In our website you will get accurate answer of the Primary Teacher Exam Question 2024. You will found all dates exams question solution in our website at GovtJobCircular.com. Here we give you all the right answers in our website. So, you can easily calculate your marks.

Today on 8th December (Friday) 2024, Primary Teacher Exam 1st phrase exam is held. On 24th January (Wednesday) 2024, 2nd phrase Primary Teacher Exam will held. On February 2024, 3rd phrase Government Primary School Assistant Teacher Exam will be held.

Primary School Assistant Teacher Question Solution

Primary School Assistant Teacher Question Solution. Primary Assistant Teacher Job Exam is happening on 8th December (Friday) 2024 at 10:00 am to 11:20 am. This time Primary School Assistant Teacher Job Exam was held in at the same time in 22 districts. After that other districts will take this exam afterward.

Through MCQ (Multiple Choice Questions) method, Primary School Assistant Teacher Job Exam 1st phrase was done. Another 2nd & 3rd phrase exam will be done by same process.

Primary Assistant Teacher Question Solve 2024

Exam marks is 80. Total 80 MCQ are there. That means 1 mark for each MCQ. Examinee will get 1 mark for each correct MCQ & deducted 0.25 marks for each wrong answer. 1 mark will deducted for total 4 incorrect answers. Exam time was 80 minutes (1 hour & 20 minutes).

08.12.23 primary Exam Question solve 3rd Phase

https://i0.wp.com/i.imgur.com/Lbr5nSz.jpg?w=780&ssl=1https://i0.wp.com/i.imgur.com/3DZvkAW.jpg?w=780&ssl=1https://i0.wp.com/i.imgur.com/pDLdZ3a.jpg?w=780&ssl=1https://i0.wp.com/i.imgur.com/rcJnDFL.jpg?w=780&ssl=1

Primary Question solve 2024 (3rd Phase PDF)

20.05.22

1

 

2

22.04.22

primary-school-teacher-question-solve

primary-school-teacher-question-solution

অাজকের প্রাইমারি নিয়োগ পরীক্ষার সর্ম্পূন প্রশ্ন ও উত্তর (২২/০৪/২০২২)

১। If the price is low, demand ___

(ক) will be increased (খ) will increase (গ) is increased (ঘ) would be increased

উত্তরঃ will increase

২। 2x = 3y + 5 হলে 4x – 6y = কত?

(ক) 10 (খ) 15 (গ) 20 (ঘ) 12

উত্তরঃ 10

৩। ৬ ফুট অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে ১০০ গজ দীর্ঘ রাস্তায় সবোর্চ্চ কতগুলো চারা রোপণ করা যাবে?

(ক) ৭ (খ) ৫০ (গ) ৫১ (ঘ) ৬০

উত্তরঃ ৫১

৪। ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি’-পঙতিটি কার?

(ক) মদনমোহন তর্কালংকার (খ) কালিপ্রসন্ন সিংহ

(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (ঘ) অক্ষয়কুমার দত্ত

উত্তরঃ মদনমোহন তর্কালংকার

৫। There is ___ milk in the bottle.

(ক) very little (খ) small (গ) very few (ঘ) a little

উত্তরঃ A little

৬। ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়?

(ক) ১৭ আগস্ট ২০১৭ (খ) ২৭ জানুয়ারি ২০১৯

(গ) ১৭ জুন ২০২১ (ঘ) ১৭ নভেম্বর ২০১৬

উত্তরঃ (ক) ১৭ আগস্ট ২০১৭

৭। এসডিজি (SDG) এর কোন অভীষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত?

(ক) ৪ (খ) ৫ (গ) ৬ (ঘ) ৭

উত্তরঃ ৪

৮। ‘যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানেনা’- বাকক্যটির বাক্যসংকোচন নিচের কোনটি?

(ক) অজ্ঞাতকুলশীল (খ) বংশপরিচয়হীয়ন (গ) কুলবংশহীন (ঘ) অজ্ঞাতকুলীন

উত্তরঃ অজ্ঞাতকুলশীল

৯। 32 এর 2 ভিত্তিক লগারিদম কত?

(ক) 6 (খ) 3 (গ) 4 (ঘ) 5

উত্তরঃ 5

১০। What is an epic?

(ক) a novel (খ) a long poem

(গ) a long prose composition (ঘ) a romance

উত্তরঃ a long poem

১১। ৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৮০%?

(ক) ৫০ (খ) ৬০ (গ) ৭০ (ঘ) ৮০

উত্তরঃ ৬০

১২। নিচের কোন বাক্যটি শুদ্ধ?

(ক) সূূর্য পূর্বদিকে উদয়মান হয়। (খ) সূূর্য পূর্বদিকে উদিয়মান হয।

(গ) সূূর্য পূর্বদিকে উদয় হয়। (ঘ) সূূর্য পূর্বদিকে উদিত হয়।

উত্তরঃ সূূর্য পূর্বদিকে উদিত হয়

১৩। ০.০০০১ এর বর্গমূল কোনটি?

(ক) .০১ (খ) ১ (গ) .২ (ঘ) .১

উত্তরঃ .০১

১৪। ‘কার্যে বিরতি’- অর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?

(ক) হাত করা (খ) হাত গুটান (গ) হাত থাকা (ঘ) হাত আসা

উত্তরঃ হাত গুটান

১৫। চার অংকের বৃহত্তম সংখ্যা হতে তিন অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?

(ক) ৮৮৯৮ (খ) ৯৮৯৯ (গ) ৯৯৯৯ (ঘ) ৯১৯৯

উত্তরঃ ৯৮৯৯

১৬। ৭ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গসেমি?

(ক) ১৯৬ (খ) ৯৮ (গ) ৯৬ (ঘ) ১৯২

উত্তর: (খ) ৯৮

১৭। পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্যে শ্যাওলা জন্মে?

(ক) সালফেট ও নাইট্রেট (খ) ফসফেট ও নাইট্রোজেন

(গ) পটাশিয়াম ও ক্যালসিয়াম (ঘ) ম্যাগনেশিয়াম ও ফসফরাস

উত্তর:

১৮। ‘আমার ঘরের চাবি পরের হাতে’ – গানটির রচয়িতা কে?

(ক) লালন শাহ (খ) হাসন রাজা (গ) পাগলা কানন (ঘ) রাধারমণ দত্ত

উত্তর: (ক) লালন শাহ

১৯। একটি ট্রেন ৭২ কিলোমিটার গতিতে একটি সেতু ১ মিনিটে পার হলো। ট্রেনের দৈর্ঘ্য ৭০০ মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?

(ক) ৭২০ (খ) ১২০০ (গ) ৫০০ (ঘ) ৬০০

উত্তর: (গ) ৫০০

২০। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১?

(ক) ৩১ (খ) ৩৯ (গ) ৭১ (ঘ) ৪১

উত্তর: (ক) ৩১

২১। ‘অনির্বচনীয়’ শব্দটির অর্থ-

(ক) সুনিশ্চিত (খ) নির্বাচনযোগ্য নয় (গ) বর্ণনাতীত (ঘ) অনিশ্চিত

উত্তর: (গ) বর্ণনাতীত

২২। ‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?

(ক) গমনের পশ্চাৎ (খ) গমনের অগ্র (গ) অনুরূপ গমন (ঘ) পরস্পর গমন

উত্তর: (ক) গমনের পশ্চাৎ

২২। ‘অনুগমন’ শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?

(ক) গমনের পশ্চাৎ (খ) গমনের অগ্র (গ) অনুরূপ গমন (ঘ) পরস্পর গমন

উত্তর: গমনের পশ্চাৎ

২৩। “To break the ice” means,

(ক) to end the hostility (খ) to end up partnership you

(গ) to start quarreling (ঘ) to start a conversation

উত্তর: (ঘ) to start a conversation

২৪। ‘মেধাবী’ শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?

(ক) মেধা+বিন (খ) মেধা+ৰি (গ) মেধাবী (ঘ) মেধা+ আধী

উত্তর:(ক) মেধা+বিন

২৫। খনার বচনে প্রাধান্য পেয়েছে

(ক) শিল্প (খ) কৃষি (গ) সাহিত্য (ঘ) বিজ্ঞান

উত্তর: (খ) কৃষি

২৬। দুটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ২ যােগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুটি কী কী?

(ক) ১০ ও ২৪ (খ) ১০ ও ১৬ (গ) ৭ ও ১১ (ঘ) ১২ ও ১৮

উত্তরঃ ১০ ও ১৬

২৭। ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা?

(ক) ষষ্ঠ (খ) সপ্তম (গ) চতুর্থ (ঘ) পঞ্চম

উত্তরঃ

২৮।The correct spelling is ——–

(ক) Assignment (খ) Assignernent (গ) Asignment (ঘ) Asignmment

উত্তর: (ক) Assignment

২৯। কল কল রবে নদী বইছে। এখানে ‘কল ল’ কোন অব্যয়?

(ক) সমুচ্চয়ী (খ) অনুসর্গ (গ) অনস্বী (ঘ) অনুকার

উত্তর: অনুকার

সম্পূর্ণ প্রশ্নের সমাধানের কাজ চলছে…..একটু পরে এখানে দেওয়া হবে…

অাজকের প্রাইমারি নিয়োগ পরীক্ষার সর্ম্পূন প্রশ্ন ও উত্তর (৩১/০৫/২০১৯)

১ . The countable form of Laughter?

উ. খ. Laugh

২.বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?

উত্তরঃ ঘ. ১০

৩.পলাশীর যুদ্ধ সংঘটিত হয় 1757 সালের? কত কত

উত্তরঃ খ. ২৩ জুন

৪. একটি যাবেন দুধ ও পানির অনুপাত ৫ঃ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত লিটার।

উত্তরঃ ঘ. ২

৫. ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কতটি?

উ. ক. ২৮ টি

৬.শুদ্ধ বানান কোনটি?

উ. ঘ.সমীচীন

৭. পিতার বয়স পুত্রের দ্বিগুণ অপেক্ষা ২ বছর বেশি। পিতার বয়স ৬২ বছর হলে পূত্রের বয়স কত?

উত্তরঃ ক. ৩০

৮. 4X2+9Y2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে

উত্তরঃ ক. 12xy

৯. “He said that he had done the work”. The direct speech is-

উ.ঘ. He said, he did the work.

১০.1970 সালের নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন কতটি ছিল?

উ. খ. ১৬৯

১১. Phosphates need —- to most farm lands in Bangladesh.

উ.খ. Need to be added

১২. ‘রবীন্দ্র’- এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

উত্তরঃ ঘ .রবি+ ইন্দ্র

১৩.কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে

উত্তরঃ গ. সালোকসংশ্লেষণ

১৪. বিরাম চিহ্নের অপর নাম কি?

উত্তরঃ ক. ছেদ চি

১৫. ইতিহাস রচনা করেন যিনি-

উত্তরঃ খ. ঐতিহাসিক

১৬. কোনটি শুদ্ধ বাক্য?

উত্তরঃ গ. আমার বড় দূরবস্থা

১৭. কোন ৩ টি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না?

উত্তরঃ গ. ২,৪,৭

১৮. As the sun –, I decided to go out.

উ.ক. Was shining

১৯. খাওয়ার লবণের সংকেত কি?

উত্তরঃ গ. Nacl

২০.আমেরিকান ম্যাগাজিন নিউজ উইকে “ poet of plitics”বা রাজনীতির কবি নামে আখ্যায়িত করা হয়?

উত্তরঃ গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে

২১. একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য অপেক্ষা ১ মিটার কম এবং অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য ১ মিটার বেশি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত?

উত্তরঃ খ. ৫

২২. Change the voice. Who is creating this mess?

উত্তরঃ ঘ. By whom is this mess being created?

২৩.The book Treasure Island is by-

উত্তরঃ ক. Stevenson ( Robert Louis Stevenson)

২৪.‘অক্ষির’ সমীপে’ এ সংক্ষেপ হল-

উত্তরঃ গ. সমক্ষ

২৫. পানির স্ফুটনাঙ্ক কত?

উত্তরঃ খ. ১০০ ডিগ্রি সেলসিয়াস

২৬.‘অলীক’- এর বিপরীত শব্দ-

উত্তরঃ ক. সত্য

২৭.বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন?

উত্তরঃ গ. মহামান্য রাষ্ট্রপতি

২৮.‘আমি’‘ আমরা’- এগুলো কোন সর্বনাম পদ?

উত্তরঃ ঘ. ব্যক্তিবাচক

২৯.The professor was given — to materials in the research laboratory.

উ.খ. Access

৩০. Every driver must be held — his own actions

উ.ঘ. responsible for

৩১. একটি ত্রিভুজের তিন কোণের অনুপাত ১ঃ২ঃ৩ । ত্রিভুজটি হবে?

উত্তরঃ ঘ. সমকোণী

৩২. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘোরে। চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে?

উত্তরঃ খ.৩৬০ ডিগ্রী

৩৩. Amenable শব্দের সাথে সঠিক preposition টি কি হবে?

উত্তরঃ খ. to

৩৪.What is the antonym of the word “ unwitting”

উত্তরঃ গ. unintentional

৩৫.The Feminine of “Ram” is

উত্তরঃ ক. Ewe

৩৬. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৫০ মিটার ও ১০০ মিটার। বাগান টির দৈর্ঘ্য ২০% এবং প্রস্থ ১০% বৃদ্ধি বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার হবে?

উত্তরঃ ঘ. ১৯৮০০

৩৭.রূপপুর পারমাণবিক কেন্দ্র কোন জেলায়?

উত্তরঃ ক. পাবনা

৩৮.Which of the following sentences is correct?

উত্তরঃ খ. He was hanged for murder

৩৯.১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯, তাদের সমষ্টি কত?

উত্তরঃ খ. ১০৭

৪০.Which one is plural-

উত্তরঃ ঘ. Bureaux

৪১. বঙ্গবন্ধু কর্তৃক 6 দফা ঘোষিত হয় কবে?

উত্তরঃ খ. ৫ ফেব্রুয়ারি ১৯৬৯

৪২. ভাষার মূল উপাদান কি?

উত্তরঃ গ. ধ্বনি

৪৩.X-1/x=1 হলে x3-1/x3 এর মান কত

উত্তরঃ ক. 4.0

৪৪.শুদ্ধ বানান কোনটি?

উত্তরঃ ঘ. আসক্তি

৪৫. Choose the English translation of-

তুমি কি কখনো কক্সবাজার গিয়েছ?

উত্তরঃ গ. Have you ever been to Coxes Bazar?

৪৬. একটি শ্রেণীর প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩টি ব্রাঞ্চ খালি থাকে । আবার প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসলে ৬ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণীর ছাত্র সংখ্যা কত?

উত্তরঃ খ. ৬০

৪৭. I have a boat (made) of (wood). .The underlined phrase is

উত্তরঃ ঘ. Past participle phrase

৪৮. z2+7x+P যদি x-5 দ্বারা বিভাজ্য হয় তবে p এর মান কত

উত্তরঃ খ. -60.0

৪৯. ‘ষোড়শ’- এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

উত্তরঃ ঘ. ষট্ + দশ

৫০. ৬ জন পুরুষ ,৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর রচনা। পুরুষদের বয়স ৪০ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত?

উত্তরঃ ঘ. ১৩ বছর

৫১. ৪০ ডিগ্রি কোণের পূরক কোণ কোনটি?

উত্তরঃ খ. ৫০ ডিগ্রী

৫২.নিত্য সমাসের উদাহরণ কোনটি?

উত্তরঃ গ. দেশান্তর

৫৩. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র?

উত্তরঃ গ. চীন ও যুক্তরাষ্ট্র

৫৪. Mr. Atique – rather not invest that money in the stock market.

উত্তরঃ ঘ. would

৫৫. The plural of “Fez” is-

উত্তরঃ ঘ.Fezes

৫৬. ০,১,২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল-

উত্তরঃ খ. ২১৮৭

৫৭. A person Who writes and edits dictionaries is called a

উত্তরঃ গ.Lexicographer

Which one is the correct spelling?

উত্তরঃ গ. irresistible

৫৯. একটি ত্রিভুজের ৩ বাহুর দৈর্ঘ্য ৪, ৫ ও ৩ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

উত্তরঃ ঘ. ৬

৬০.‘বেলা অবেলা কালবেলা’র লেখক কে?

উত্তরঃ খ. জীবনানন্দ দাশ

৬১.পৃথিবীর কোন দেশের প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে উন্নত?

উত্তরঃ খ. ফিনল্যান্ড

৬২. 2x+3y/3x+2y=5/6 হলে x:y কত?

উত্তরঃ খ. 8:3

৬৩.1971 সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বরতার খবর প্রথম বহির্বিশ্বে প্রচার করেন কোন সাংবাদিক?

উত্তরঃ খ. সাইমন ড্রিং

৬৪. 4*5*0*7*1=কত ?

উত্তরঃ খ. ০

৬৫. Which one is the correct spelling?

উত্তরঃ ঘ. Supersede

৬৬. কোন দেশটির সাথে সমুদ্রসীমা নেই?

উত্তরঃ গ. নেপাল

৬৭.দিন যায় কথা থাকে এখানে যায় কি অর্থে ব্যবহৃত হয়েছে?

উত্তরঃ খ. অতিবাহিত

৬৮. কুসুমিত শব্দের প্রকৃতি- প্রত্যয় কোনটি

উত্তরঃ খ. কুসুম+ইত

৬৯.কিরণ এর সমার্থক নয়-

উত্তরঃ গ. কর

৭০. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?

উত্তরঃ ঘ. এম মনসুর আলী

৭১.বাংলাদেশের একমাত্র স্যাটেলাইটটি কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়?

উত্তরঃ গ.যুক্তরাষ্ট্র

৭২.পাটের জীবনরহস্য উন্মোচনকারী দলের নেতা?

উত্তরঃ খ. মাকসুদুল আলম

৭৩.জোয়ার-ভাটার প্রধান কারণ?

উত্তরঃ খ. চাঁদের আকর্ষণ

৭৪.হাট-বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস

উত্তরঃ ঘ. সমার্থে

৭৫. স্কাউটের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ ক. লর্ড ব্যাডেন পাওয়েল

৭৬.তাসের ঘর অর্থ কি?

উত্তরঃ খ. ক্ষণস্থায়ী

৭৭.ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সনে?

উত্তরঃ ঘ.১৯২১

৭৮.অঘারাম বাস করে অজ পাড়া গাঁয়ে অঘা ও অজ কোন ধরনের উপসর্গ?

উত্তরঃ ক. খাঁটি বাংলা

৭৯. একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার, পরিধি ৮ মিটার । এর ব্যাসার্ধ কত মিটার?

উত্তরঃ ক. ৪

৮০. ১৪৩ টাকাকে ২ঃ৪ঃ ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে?

উত্তরঃ ঘ. ৩৯

Candidates had to fill up answer sheet with black ballpoint pen. In answer sheet, candidates had to fulfill all the formalities, like- fill up examinee’s roll number, exam year, question’s set code, gender, upozila/ Thana code, district code, etc.

In exam hall, any examinee could not capable to carry any paper, book, note, answer sheet, calculator, vanity bag, mobile phone, ladies bag, electronics hand watch, normal hand watch, or any kinds of electronics devices. They only carried admit card, pen, pencil, eraser.

Primary Exam Question Solution 2024 Download

Government Primary School Assistant Teacher Exam 2024 is hold under the ministry of Primary & Mass Education. This exam’s circular was published in last year 2024. Exam date was fixed in last year. But for some problems, exam was not happing in last year. This exam date was changed in several times by DPE. But finally the exam was held by 4 phrases.

See More:

There are a record number of candidates were applying in Government Primary School Assistant Teacher Exam 2024. Total 24 lakhs candidates will be attending for only 12,000 seats. That’s means 200 candidates will fight for 1 seat. It wills definitely a big competition in Government Primary School Assistant Teacher Exam history.

We will publish all update information relating to Primary Teacher Exam Question Solution 2024 in our website. So keep visiting our website. You will definitely get more & more updates at GovtJobCircular.com.

join job group

Life

Life is one of the most active members of our writing team. She puts his best foot forward to bring the trending news and Education topic. Life is a great writer too. Her pieces are always objective, informative and educative.
Back to top button