science assignment

“সাইকাস, সুপারি গাছ, মস, কাঁঠাল গাছ, সরিষা” ছকে উল্লেখিত উদ্ভিদগুলো কোন ধরনের, তাদের বৈশিষ্ট্য লিখ

“সাইকাস, সুপারি গাছ, মস, কাঁঠাল গাছ, সরিষা” ছকে উল্লেখিত উদ্ভিদগুলো কোন ধরনের, তাদের বৈশিষ্ট্য লিখ

“সাইকাস, সুপারি গাছ, মস, কাঁঠাল গাছ, সরিষা” ছকে উল্লেখিত উদ্ভিদগুলো কোন ধরনের, তাদের বৈশিষ্ট্য নিচে দেওয়া হল।

ক. মস অপুষ্পক উদ্ভিদ। এদের বৈশিষ্ট্য-

i. স্পোর বা রেনু সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে।
ii. এরা সমাঙ্গ দেহী উদ্ভিদ।
iii. উদ্ভিদের নায়মুল থাকে না সাধারণত। মূল এর পরিবর্তে রাইজয়েড রয়েছে।
iv. এরা সবুজ ও স্ব ভোজী।

খ. সাইকাস একটি নগ্নবীজী উদ্ভিদ। এর বৈশিষ্ট্য-

i. ফুলের ডিম্বাশয় থাকে না;
ii. ডিম্বক গুলো নগ্ন থাকে;
iii. ডিম্বক পরিণত হয়ে বীজ উৎপন্ন করে।

গ. সুপারি গাছ, কাঁঠাল গাছ, সরিষা এগুলো আবৃতবীজী উদ্ভিদ। এদের বৈশিষ্ট্য-

i. এসব উদ্ভিদের ফুলের ডিম্বাশয় থাকে।
ii. নিষেকের পর ডিম্বক বীজ ও ডিম্বাশয় ফলে পরিণত হয়।
iii. বীজগুলো ফলের ভেতরে আবৃত অবস্থায় থাকে।

সকল বিষয়ের আপডেট তথ্য পেতে আমাদের Facebook page ও Facebook group এ যোগ দিন।

আরও দেখো…

০১। বিজ্ঞান কী?

০২। উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানির দরকার কিনা তার পরীক্ষার জন্য বৈজ্ঞানিক পক্রিয়ার ধাপগুলো কী কী?

০৩। একটি বইয়ের দৈর্ঘ্য ২০ সেমি, প্রস্থ ১৫ সেমি এবং উচ্চতা ১ সেমি। এরুপ ৫০ টি বইয়ের আয়তন কত?

০৪। আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা ও মাশরুম কোন রাজ্যের অন্তর্গত, এদের বৈশিষ্ট্য লিখ।

Similar Posts