আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা ও মাশরুম কোন রাজ্যের অন্তর্গত, এদের বৈশিষ্ট্য লিখ?
আধুনিক শ্রেণীকরণ পদ্ধতিতে অ্যামিবা ও মাশরুম কোন রাজ্যের অন্তর্গত, এদের বৈশিষ্ট্য লিখ?
উত্তর: অ্যামিবা: অ্যামিবা মনেরা রাজ্যের অন্তর্গত। মনেরা রাজ্যের প্রাণীদের বৈশিষ্ট্য:
i. এই রাজ্যের প্রাণীগুলো এককোষী;
ii. এদের কষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না;
iii. এরা খুবই ক্ষুদ্র এবং অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। যেমন- রাইজোবিয়াম।
মাশরুম: মাশরুম ফানজাই বা ছত্রাক রাজ্যের অন্তর্গত। এ রাজ্যের প্রায় উদ্ভিদের বৈশিষ্ট্য:
i. এদের দেহ সুগঠিত নিউক্লিয়াস থাকে;
ii. এরা সাধারণত এককোষী বা বহুকোষী হয়;
iii. দেহে ক্লোরোফিল নেই, তাই এরা পরভোজী; যেমন- ইস্ট, পেনিসিলিয়াম ইত্যাদি
সকল বিষয়ের আপডেট তথ্য পেতে আমাদের Facebook page ও Facebook group এ যোগ দিন।
আরও দেখুনঃ-
ক. স্ফুটনাংক কাকে বলে?
খ. কৈ মাছের জন্য দ্রবীভূত অক্সিজেন প্রয়ােজন কেন ব্যাখ্যা কর।
গ. খােকনের বি এম আই নির্ণয় কর।
ঘ. উদ্দীপকে পছন্দনীয় ও অপছন্দনীয় খাবার গুলাে খােকনের শারীরিক দক্ষতা অটুট রাখতে কী ধরনের ভূমিকা পালন করবে বিশ্লেষণ কর।