শীতের শেষে শীতকালীন পােশাকের যত্ন কীভাবে নিবে বুঝিয়ে লিখ।

শীতের শেষে শীতকালীন পােশাকের যত্ন কীভাবে নিবে বুঝিয়ে লিখ।
উত্তর: শীতকাল শেষ হলেই শীতকালকে বিদায় জানানোর পালা। শীতকাল আসলেই বিভিন্ন ধরনের শীত পোশাকের সম্ভার নিয়ে যেমন দোকানিরা সাজিয়ে বসে তেমনি আমাদেরও হাজার রকমের পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট চলতেই থাকে। কিন্তু এবার শীতের শেষে গোশাকগুলি যথাস্থানে তোলার সময় টলে এসেছে। কারণ একবার ব্যবহারের পরে তা পরিক্ষার কলা কিংবা কাচাও সম্ভব হয় না। কিন্তু শীতের শেষে সমগ্ত পোশাক পরিস্কার করা আবশ্যক। সামান্য একটু পরিচর্যা করলেই শীত (পোশাককে নতুনের মতো রাখা যায়। শীতকালীন পোশাককে ভাল রাখার সহজ কিছু পদ্ধতি / উপায় রইল।
নিচে তা দেওয়া হলো:
১। ক্লাব সোডা দিয়ে সোয়েটার বা কম্বল ভালভাবে পরিস্কার করা যায়।
২। ভালভাবে ঝাকিয়ে কাপড় বা পোশাক পরিস্কার করা যায় ।
৩। ঠান্ডা জল দিয়ে পরিস্কার করলে পোশাক ভালো পরিস্কার হয় ।
৪ । নিমপাতা দিয়ে কাপড় ধোয়া।
৫। খোলা হাওয়াতে রাখা ইত্যাদি ।
সকল বিষয়ের আপডেট তথ্য পেতে আমাদের Facebook page ও Facebook group এ যোগ দিন।
আরও দেখো…
১। গৃহ কী? গৃহ না থাকলে তােমরা কী কী সমস্যার সম্মুখীন হবে?
২। গৃহের পরিবেশ রক্ষায় ও সৌন্দর্য বর্ধনে তুমি কীভাবে ভূমিকা রাখবে?