প্রাচীন বাংলার মানচিত্র অংকন করে জনপদগুলাের নামসহ বর্তমান অবস্থান চিহ্নিত কর।
প্রাচীনকালে বাংলার ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলগুলাের নাম দেয়া হয়েছিল জনপদ। চতুর্থ শতক হতে গুপ্ত যুগ, গুপ্ত পরবর্তী যুগ, পাল, সেন প্রভৃতি আমলের উল্কীর্ণ শিলালিপি ও সাহিত্য গ্রন্থে প্রাচীন বাংলার ১৬ টি জনপদগুলাের নাম পাওয়া যায় (বাংলায় ছিল ১০টি)।
বঙ্গ, গৌড়, সমতট, হরিকেল, চন্দ্রদ্বীপ, রাঢ়, পুণ্ড ও বারিন্দ্রী প্রভৃতি নামে জনপদ ছিল।
প্রাচীন জনপদের নাম বর্তমান অবস্থান:
১. পুণ্ড্র : বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার অংশ বিশেষ
২. বরেন্দ্ৰ : বগুড়া,পাবনা, রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ;
৩. বঙ্গ : ঢাকা, ফরিদপুর, বিক্রমপুর, বাকলা (বরিশাল);
৪. গৌড় : মালদহ , মুর্শিদাবাদ,বীরভূম,বর্ধমান ও চাঁপাইনবাবগঞ্জ;
৫. সমতট : বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল;
৬. রাঢ়: পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চল বর্ধমান জেলা;
৭. হরকূল বা হরিকেল : চট্টগ্ৰাম, পার্বত্য চট্ৰগ্ৰাম, ত্ৰিপুরা, সিলেট;
৮. চন্দ্ৰদ্বীপ : বরিশাল, বিক্ৰমপু্র, মুন্সীগঞ্জ জেলা ও এর পার্শ্ববর্তী অঞ্চল;
৯. সপ্তগাঁও : খুলনা এবং সমুদ্ৰ তীরবর্তী অঞ্চল;
১০. কামরূপ : জলপাইগুড়ি, আসামের বৃহত্তর গোয়ালপাড়া জেলা,বৃহত্তর কামরূপ জেলা;
১১. তাম্ৰলিপ্ত: মেদিনীপুর জেলা;
১২. রূহ্ম (আরাকান): কক্সবাজার, মায়ানমারের কিছু অংশ, কর্ণফুলি নদীর দক্ষিণা অঞ্চল;
১৩. সূহ্ম: গঙ্গা-ভাগীরথীর পশ্চিম তীরের দক্ষিণ ভূভাগ, আধুনিক মতে বর্ধমানের দক্ষিণাংশে, হুগলির বৃহদাংশ, হাওড়া এবং বীরভূম জেলা নিয়ে সূহ্ম দেশের অবস্থান ছিল;
১৪. বিক্রমপুর: মুন্সিগঞ্জ এবং পার্শ্ববর্তী অঞ্চল;
১৫. বাকেরগঞ্জ: বরিশাল, খুলনা, বাগেরহাট;
সকল বিষয়ের আপডেট তথ্য পেতে আমাদের Facebook page ও Facebook group এ যোগ দিন।
আরও দেখুন ….
ক) ইতিহাস পাঠ করা প্রয়ােজন কেন?
খ) প্রাচীন বিশ্বের উল্লেখযােগ্য সভ্যতাগুলাে কী কী?
গ) প্রাচীন বাংলার মানচিত্র অংকন করে জনপদগুলাের নামসহ বর্তমান অবস্থান চিহ্নিত কর।