Assignment
মিনারা বেগম পুকুরে কি পরিমাণ ইউরিয়া সার প্রয়ােগ করেছিলেন? নির্ণয় কর। মিনারা বেগমের উদ্যোগটি মূল্যায়ন কর।
মিনারা বেগম পুকুরে কি পরিমাণ ইউরিয়া সার প্রয়ােগ করেছিলেন? নির্ণয় কর। মিনারা বেগমের উদ্যোগটি মূল্যায়ন কর।
সখিপুর গ্রামের মিনারা বেগম বাড়ির পাশের ৫ শতক জমির পুকুরে রুই. কাতলা, সিলভার কাপ ও কার্পিও জাতের মাছ চাষের উদ্যোগ নেন। এজন্য তিনি মৎস্য কর্মকর্তার পরামর্শ নিয়ে প্রয়োজনীয় চুন, সার প্রয়োগ করে পুকুর প্রস্তুত করেন।
- মাছ চাষের জন্য পুকুর প্রস্তুতি
- পুকুরের পাড় ও তলা মেরামত করা।
- পাড়ের ঝোপ জংগল পরিষ্কার করা।
- জলজ আগাছা পরিষ্কার করা।
- রাক্ষুসে ও অবাঞ্ছিত মাছ দূর করা
- পুকুর শুকানো
- বার বার জাল টানা।
- ঔষধ প্রয়োগ: রোটেনন। পরিমানঃ ২৫ – ৩০ গ্রাম/শতাংশ/ফুট। এর বিষক্রিয়ার মেদ ৭-১০দিন। প্রয়োগের সময় রোদ্রজ্জল দিনে। ফসটক্সিন / কুইফস / সেলফস ৩গ্রাম/শতাংশ/ফুট। মেয়াদ এবং সময় পুর্বের ন্যায়।
- চুনপ্রয়োগ- সাধারনত ১কেজি চুন /শতাংশ প্রয়োগ করতে যদি PH এর মান ৭ এর আশেপাশে থাকে। বছরে সাধারনত ২বার চুন প্রয়োগ করতে হয়। একবার পুকুর প্রস্তুতির সময়, ২য় বার শিতের শুরুতে কার্তিক – অগ্রায়হন মাসে।
সকল বিষয়ের আপডেট তথ্য পেতে আমাদের Facebook page ও Facebook group এ যোগ দিন।
১. ক) জি. এম. ফসল বলতে কি বুঝ?
খ) বাংলাদেশ ও ভিয়েতনাম এর কৃষির তুলনা কর।
২. ক) গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের শর্তগুলি লিখ?
খ) দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা কর।