অনলাইনে এনআইডি কার্ড চেক করার নিয়ম
আপনি কি অনলাইনে এনআইডি কার্ড চেক করতে চাচ্ছেন? নিয়ম সম্পর্কে পুরোপুরি জানা নেই। তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য একদম সহায়ক। NID Card check Process এর সকল তথ্যগুলো জানতে পারবেন আপনারা এখান থেকে।
কেন জাতীয় পরিচয় পত্র যাচাই করার প্রয়োজন হয়?
জাতীয় পরিচয় পত্র অনেকেই যাচাই করতে আগ্রহী হন। কিন্তু বার অনেকেরই প্রশ্ন থাকে এটা কেন যাচাই করার প্রয়োজন হয়ে থাকে। প্রথমত কারণ হচ্ছে যারা প্রথম জাতীয় পরিচয় পত্র জন্য আবেদন করেন। আবেদনের নির্দিষ্ট সময় পর তারা এটি পেয়ে যান। অনলাইনে এটি এসেছে কিনা সেটি জানার জন্য অনেকে যার যাচাই করে থাকেন।
আবার অনেকে তথ্য জানার জন্য যাচাই করে থাকেন। বিশেষ করে যখন নিয়োগ কর্মকর্তারা প্রার্থীদের নিয়োগ দিয়ে থাকেন তখন এটি যাচাই করেন। এছাড়াও সিকিউরিটি পার্পাসে আইডি কার্ড তথ্য যাচাই করার প্রয়োজন হয়ে থাকে। বিশেষ করে এ রিলেটেড বর্তমানে হয়ে থাকে। তবে যাই হোক কিভাবে এগুলো যাচাই করবেন এবং সঠিক তথ্য গুলো পাবেন তাই নিচে ধাপে ধাপে তুলে ধরা হচ্ছে। যদি আপনারা এই ধাপগুলো স্মরণ করেন তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি আপনার হাতের স্মার্টফোন দিয়ে এ সকল তথ্য দেখে নিতে পারবেন।
আরো দেখুনঃ
- জমির মালিকানা বের করার উপায়
- ইতালি ভিসা আবেদন করার নিয়ম – ইতালি ভিসা আবেদন ফরম
- অনলাইন পাসপোর্ট তৈরির পদ্ধতি বাংলাদেশ
- অনলাইনে এনআইডি কার্ড চেক করার নিয়ম
- মালয়েশিয়া ই ভিসা চেক অনলাইন । মালয়েশিয়া ই ভিসা চেক করার নিয়ম
To get more update information, you can like our Facebook page & join our Facebook group.
এনআইডি কার্ড চেক করার নিয়ম
মোট দুইটা পদ্ধতিতে জাতীয় পরিচয় পত্র চেক করা যায়। একটি হচ্ছে অনলাইনের মাধ্যমে আরেকটি হচ্ছে মোবাইলের এসএমএস এর মাধ্যমে। আর এ দুইটি পদ্ধতি সম্পর্কে এখন আলোচনা করা হচ্ছে।
অনলাইনে জাতীয় পরিচয় পত্র চেক করার নিয়ম
যদি একজন ব্যক্তি অনলাইনের মাধ্যমে এটি চেক করতে চান, তাহলে প্রথমে যে বিষয়টি প্রয়োজন সেটি হচ্ছে একটি স্মার্টফোন। এছাড়াও কম্পিউটার কিম্বা অন্য ডিভাইসের সাহায্যও নিতে পারেন। ইন্টারনেট সংযোগ দেওয়ার পর নিজের ধাপগুলো অনুসরণ করুন।
- সর্বপ্রথম ব্যবহারকারীদের এই লিঙ্কে প্রবেশ করতে হবে। এটি হচ্ছে বাংলাদেশর জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইট।
- ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর যার জাতীয় পত্র চেক করতে চাচ্ছেন সে জাতীয় পরিচয় পত্রের নম্বর। অথবা যদি তার আবেদন ফরম থাকে তাহলে এই ফর্ম নম্বর দিতে হবে। সে ক্ষেত্রে অবশ্যই নির্ভুল সংখ্যাগুলো দিতে হবে।
- পরের ধাপে ভোটার আইডি কার্ডের দেওয়া জন্ম তারিখ দিতে হবে। খেয়াল রাখতে হবে অবশ্যই যেন আবেদনের সময় অথবা জাতীয় পরিচয়পত্রে দেওয়া হয়েছে সেই জন্ম তারিখ।
উপরের সকল তথ্যগুলো সঠিকভাবে দেওয়ার পর ক্যাপচা পূরণ করতে হবে। এরপর সাবমিট করলে জাতীয় পরিচয় পত্রের সকল তথ্যগুলো চলে আসবে। এটি হচ্ছে অনলাইনে এনআইডি কার্ড চেক করার নিয়ম।
এসএমএস এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র চেক
জাতীয় পরিচয় পত্র বাটন মোবাইলের সাহায্যেও কিংবা এসএমএসের মাধ্যমেও চেক করা সম্ভব। কিভাবে চেক করবেন তার নিচে ধাপে ধাপে তুলে ধরা হলো এখন। তবে এ পদ্ধতিতে ফরম নাম্বার দিয়ে শুধু চেক করা যাবে।
এজন্য প্রথমে মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে। এরপর টাইপ করতে হবে SC এরপর F দিয়ে ফরম নাম্বার লিখতে হবে। তারপর D টাইপ করে জন্ম তারিখ দেওয়া লাগবে। এরপর শুধু 105 নাম্বারে এসএমএস পাঠাতে হবে। কিভাবে এই এসএমএস লিখবেন তার উদাহরণ দিতে দেওয়া হল।
SC F 27277 D 01-01-2000
এসএমএস পাঠানোর পর ফিরতি এসএমএস এ আপনার কার্ড সংক্রান্ত যাবতীয় সকল তথ্যগুলো চলে আসবে। এভাবে এসএমএসের মাধ্যমে এনআইডি কার্ড চেক করতে হয়।
যদি তথ্যগুলো চলে আসে তাহলে অবশ্যই এর মাধ্যমে দেখতে পারবেন। আর যদি তথ্য না আসে উপরের দুই পদ্ধতিতে। তাহলে সেটি যদি জাতীয় পরিচয় পত্রের নম্বর হয়, সে ক্ষেত্রে তথ্যগুলো সঠিক নয়। আর যদি ফরম নম্বর দিয়ে না আসে তাহলে তথ্য ভুল রয়েছে অথবা অনলাইন হয়নি।