মুভমেন্ট পাস আবেদন করার নিয়ম | Police Movement Pass Apply Link
Police Movement Pass Apply Link: করোনা সংক্রমণ রোধে আজ থেকে সারাদেশে থাকবে সরকারের নতুন বিধিনিষেধ। ২১ এপ্রিল পর্যন্ত জরুরি সেবার প্রয়োজনে চলাফেরার জন্য লাগবে মুভমেন্ট পাস। মোট ১৪টি শ্রেণিতে ‘মুভমেন্ট পাস’ দিতে একটি বিশেষ অ্যাপ চালু করেছে পুলিশ।
What is a movement pass?
The government of Bangladesh has decreed a secure lockdown to prevent the ongoing Covid-19 spread that has taken a serious toll. But, human are viable to meet their daily life. They need to go outside for various reasons. People will have to buy foods, medicine and other daily staffs. Considering all those thoughts, the authority has initiated police movement pass.
The one who needs to go outside of his or her home must collect the movement pass bd from the police official. Our this post will help people on how to collect the police pass bd and what are the information needed for it. They can also be able to check the latest condition of the movement pass application. So, check below detailed information about your police pass gov bd.
Movement Pass BD Apply Link
Movement Pass BD has become an inevitable thing for every citizen. The BD gov has been on the track for the last year to cope up with the Covid-19 outbreak. It has tried to prevent the spread of the novel virus at their highest attempt. In the second wave, the rate of the infection has increased double causing a mark of tension. They have shut down the whole country with a ban on people movement in bd.
police movement pass Gov BD Registration Link
মুভমেন্ট পাস আবেদন করার নিয়ম
নতুন বিধিনিষেধের প্রথম দিনে চলাফেরার জন্য ৩০ হাজার আবেদনকারীকে মুভমেন্ট পাস দেওয়া হয়েছে। একটি পাস একদিনের জন্যই প্রযোজ্য হবে।
‘মুভমেন্ট পাস’ পেতে movementpass.police.gov.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে। এজন্য ব্যক্তির নাম, মোবাইল ফোন নম্বর, জাতীয় পরিচয়পত্র বা ড্রাইভিং লাইসেন্স, যাত্রার স্থান ও গন্তব্য, যাত্রার কারণ ইত্যাদি তথ্য লাগবে।
আবেদনের পর যাচাই করে অনলাইনে কিউআর কোড স্ক্যানারসহ একটি পাস দেবে পুলিশ। কোড স্ক্যান করে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা আবেদনকারীর তথ্য ও যাত্রার কারণ পরখ করবেন।
মুদি দোকান ও কাঁচাবাজারে কেনাকাটা, ওষুধ ও চিকিৎসা কাজ, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি বা খুচরা ক্রয়, মৃতদেহ সৎকার এবং ব্যবসার ক্ষেত্রে মুভমেন্ট পাস দেওয়া হবে। এছাড়া যাদের বাইরে চলাফেরা প্রয়োজন কিন্তু কোনো শ্রেণির সঙ্গে মিল নেই, তাদের অন্যান্য শাখায় পাস দেওয়ার বিষয়ে বিবেচনা করবে পুলিশ। তবে সাংবাদিকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে ‘মুভমেন্ট পাস’ নিতে হবে না।