ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাববিজ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা কর
ব্যবসায়-বাণিজ্যের আর্থিক কার্যকলাপের সঠিক ও সুশৃঙ্খল হিসাব করা হিসাববিজ্ঞানের লক্ষ্য। তবে হিসাববিজ্ঞানে শুধু যে ব্যবসায়-বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ এমন নয়। ব্যবসায়-বাণিজ্য ছাড়াও যেকোনো প্রতিষ্ঠান, সরকার এমনকি ব্যক্তির জন্যও হিসাববিজ্ঞান প্রয়োজন। অতএব আমাদের ব্যক্তিজীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, ব্যবসায়িক প্রতিষ্ঠান এমনকি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে হিসাববিজ্ঞানের ব্যবহার রয়েছে।
ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাববিজ্ঞানের গুরুত্ব
হিসাববিজ্ঞান একটি সেবামূলক ব্যবহারিক বিজ্ঞান। শিল্প, ব্যবসায়-বাণিজ্য সম্পসারণের সাথে সাথে হিসাববিজ্ঞানের পরিধি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। হিসাববিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান। যেহেতু ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে যাবতীয় লেনদেন হিসাববিজ্ঞানের মাধ্যমে সংরক্ষণ করা হয়; ব্যক্তি ও প্রতিষ্ঠান যেমন সমাজের অংশ সেহেতু অন্যান্য সামাজিক বিজ্ঞানের ন্যায় হিসাববিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান।
অভিজ্ঞতালব্ধ জ্ঞানের মাধ্যমে কোনো কার্য সম্পাদনের বিশেষ পদ্ধতিকে কলা বলা হয়। হিসাববিজ্ঞান ব্যবসায়ের লেনদেনসমূহকে সুনির্দিষ্ট ছক, সূত্র ও পদ্ধতি অনুযায়ী হিসাবভুক্ত করে থাকে। সুতারং হিসাববিজ্ঞান একটি কলা।
পরীক্ষা, নিরীক্ষা ও গবেষণালব্ধ জ্ঞানকে বিজ্ঞান বলে যা সূত্রের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। হিসাববিজ্ঞানেও এমন কিছু সূত্র ব্যবহার করা হয়। তাই হিসাববিজ্ঞান একটি বিজ্ঞানও বটে। তাই কেউ কেউ হিসাববিজ্ঞানকে একই সাথে কলা ও বিজ্ঞান বলে আখ্যায়িত করেছেন।
ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা করা হলো :
লেনদেনসমূহ সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করতে না পারলে প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক ফলাফল ও অবস্থা জানা সম্ভব নয়। তাই লেন্দেনসমূহ সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে হিসেবে বইতে লিপিবদ্ধ করতে হিসাব বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। এছাড়া ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যায় নিয়নয়রন ,প্রতারণা যায় জালিয়াতি রোধ ,আর্থিক ববরণ তুলনামূলক বিশ্লেষণ ,বিভিন্ন সেবামূলক অমুনাফা ভোগী প্ৰতিষ্ঠান ও সরকারের কার্যাবলী সুস্থভাবে সম্পাদনের জন্য হিসাববিজ্ঞানের গুরুত্ব অপরিসীম নিয়ন্ত্রণ।
সকল বিষয়ের আপডেট তথ্য পেতে আমাদের Facebook page ও Facebook group এ যোগ দিন।
আরও দেখুনঃ
১) হিসাববিজ্ঞান কী?
২) হিসাববিজ্ঞানের ২টি উদ্দেশ্য লিখ।
৩) ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাববিজ্ঞানের গুরুত্ব ব্যাখ্যা কর।
৪) হিসাব তথ্যের অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যবহারকারীদের ১টি তালিকা প্রস্তুত কর।
৫) মূল্যবােধ সৃষ্টিতে হিসাববিজ্ঞানের ভূমিকা ব্যাখ্যা কর।