Assignment
২টি সবুজ সারের নাম লিখ
২ টি সবুজ সারের নাম লিখ?
কৃষিক্ষেত্রে সবুজ সার তৈরি করা হয় উপড়ে ফেলা বা বপন করা ফসলের পরিত্যক্ত অংশগুলি দিয়ে। ২ টি সবুজ সারের নাম হলঃ
১। জৈব সার বা কম্পোস্ট সারঃ গোবর, কম্পোস্ট, আবর্জনা,খড়কুটা, আগাছা পচিয়ে জৈব সার তৈরী করা হয়।
২ । রাসায়নিক সারঃ এই ধরনের সারে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম থাকে।
সকল বিষয়ের আপডেট তথ্য পেতে আমাদের Facebook page ও Facebook group এ যোগ দিন।
আরও দেখুনঃ
১/ বাংলাদেশের মানুষকে মাছে ভাতে বাঙ্গালী বলা হয় কেন?
২/ একটি সমাজ গঠন করতে কৃষি কিভাবে ভূমিকা পালন করে?
৩/ কীভাবে সেচের পানির অপচয় হয়? ফল গাছের গোড়ায় এবং শাকসবজি খেতে কোন কোন পদ্ধতিতে সেচ দেওয়া হয়? রুট স্টক ও সায়ন বলতে কী বুঝ?