এক মিটার কাকে বলে?
শূন্যস্থানে এক সেকেন্ডের ১/২৯৯,৭৯২,৪৫৮ ভাগ সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে, তাকে ১ মিটার হিসাবে সংজ্ঞায়িত করা হয়। ১৭৯৩ সালে মিটার কে প্রথম সংজ্ঞায়িত করা হয়,যার পরিমাপ করা হয় পৃথিবীর বিষুবরেখা থেকে উত্তর মেরুর দূরত্ব পর্যন্ত।
এক মিটার কাকে বলে?
উত্তর: দৈর্ঘ্য পরিমাপের একককে মিটার বলা হয়। কোনো বস্তুর দৈর্ঘ্য একক হলে, তার পরিমাপকে এক মিটার বলে।
১ মিটার কাকে বলে?
উত্তর : শূন্যস্থানে আলো সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে ১ মিটার বা মিটার বলে।
সকল বিষয়ের আপডেট তথ্য পেতে আমাদের Facebook page ও Facebook group এ যোগ দিন।
আরও দেখুন…
১) ৬, ১১, ১৬, ২১, …….. প্যাটার্নটির বীজগণিতীয় রাশি নির্ণয় কর।
২) 5 9 এর পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা কত হবে? চিত্র আঁক।
৩) এক মিটার কাকে বলে?
৪) অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির দুটি এককের | নাম লিখ।
৫) ১০ একর = কত বর্গমিটার?
৬) ১৬০ সেন্টিমিটার = কত ইঞ্চি?
৭) একটি ঘরের আয়তন ৭৬৮০০০ ঘন সে.মি. এবং বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী হলে, ঘরটিতে বায়ুর পরিমাণ কত কিলােগ্রাম?