তাপ সঞ্চালন কাকে বলে?
তাপ সঞ্চালন কাকে বলে?
প্রশ্ন ১: লাবিব একটি লৌহ দন্ড নিয়ে তার একপ্রান্তে মোমবাতির সাহায্যে উত্তপ্ত করল। কিছুক্ষন পর সে দেখল দন্ডটির অপর প্রান্ত গরম হয়ে গেছে এবং থার্মোমিটারের সাহায্যে মেপে দেখল তাপমাত্রা ৫০ ডিগ্রী সেলসিয়াস।
ক) তাপ সঞ্চালন কাকে বলে ?
তাপ সঞ্চালন হল তাপের স্থান পরিবর্তন, যা সর্বদা উচ্চ তাপমাত্রা বিশিষ্ট স্থান থেকে নিম্ন তাপমাত্রা বিশিষ্ট স্থানে প্রবাহিত হয়।
তাপ সঞ্চালন প্রক্রিয়াঃ
তাপ তিন পদ্ধতিতে এক স্থান হতে অন্য স্থানে সঞ্চালিত হয়। যথাঃ-
১। পরিবহন
২। পরিচলন
৩। বিকিরণ
সকল বিষয়ের আপডেট তথ্য পেতে আমাদের Facebook page ও Facebook group এ যোগ দিন।
আরও দেখুনঃ-
১। এন্টিবায়োটিক সিরাপ বাঁকিয়ে খেতে হয় কেন? এই মিশ্রণকে কী বলে?
২। দুখ কী জাতীয় মিশ্রণ, ব্যখ্যা কর।
৩। নিচের ছকে ছবিগুলো দেখে (i) ও (ii) নং এর উত্তর দাও:
সরলযন্ত্র
i) কোন শ্রেণির লিভার, যুক্তি দাও
ii)কীভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায়