Assignment
বনায়ন কাকে বলে?
আজ আমরা তোমাদের সাথে কৃষি বিষয়ক তথ্য – মাঠ ফসল ও উদ্যান ফসল – কৃষিজ যন্ত্রপাতি নিয়ে আলোচনা করবো; আজকের টিউনে তোমরা কৃষি বিষয়ক তথ্য – মাঠ ফসল ও উদ্যান ফসল – কৃষিজ যন্ত্রপাতি সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবে-
বনায়ন কাকে বলে?
বনায়ন হলো বনভূমিতে বৈজ্ঞানিক উপায়ে গাছ লাগানো পরিচর্যা ও সংরক্ষণ করা। বানান বলতে প্রাকৃতিক বনায়ন, সামাজিক বনায়ন এবং কৃষি বনায়ন বোঝায়।
সকল বিষয়ের আপডেট তথ্য পেতে আমাদের Facebook page ও Facebook group এ যোগ দিন।
আরও দেখুনঃ
ক) কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই, কেন?
খ) বনায়ন কাকে বলে?
গ) একটি ছকে ৫টি করে মাঠ ফসল ও উদ্যান ফসল এর নাম লিখ
ঘ) নিচের কৃষি কাজগুলাে করতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা ছকে উল্লেখ কর :