Science Assignment answer

ভিনেগারকে দুর্বল এসিড বলা হয় কেন? ব্যখ্যা কর।

ভিনেগারকে দুর্বল এসিড বলা হয় কেন? ব্যখ্যা কর।

উত্তর: ভিনেগারকে দুর্বল এসিড বলা হয়। কারণ ব্যাখ্যা করা হলো :

যেসব এসিড জলীয় দ্রবণে আংশিকভাবে আয়নিত হয়ে অল্প পরিমাণ হাইড্রোজেন আয়ন (H+) উৎপন্ন করে, তাদেরকে দুর্বল এসিড বলা হয়।

ভিনেগার এসিটিক এসিডের (CH3COOH) ৬-১০% ও পানির মিশ্রণে তৈরি।

ভিনেগার এসিড জলীয় দ্রবণে পুরোপুরি বিয়োজিত না হয়ে, আংশিকভাবে আয়নিত হয়ে অল্প পরিমাণ হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে।

তাই ভিনেগারকে দুর্বল এসিড বলা হয়।

সকল বিষয়ের আপডেট তথ্য পেতে আমাদের Facebook page ও Facebook group এ যোগ দিন।

Read more:-

ক) এসিডের সংজ্ঞা দাও।

Similar Posts