Question Solve

NSI Exam Question Solution 2024 & Exam Syllabus

NSI Exam Question Solution 2024 & Exam Syllabus . Many new candidates are searching the National Security Intelligence job exam solution 2024. We hope it will be help to new candidates who are going to give next job Exam.

National Security Intelligence Job Summary

Origination Name:  National Security Intelligence (NSI).

Job Position: Different Posts.

  • Application Time Start: .
  • Application Time Limit: .
  • National Security Intelligence Job Exam Date: .

NSI Job Circular National Security Intelligence

NSI Exam Date, Admit Card & Seat Plan Download

NSI Job Exam Result

NSI Job Exam 2024

On ../../2021, National Security Intelligence job exam was held. This exam was hold for total 17 designations. There were total 1394 posts are available in 17 designations. There are too many candidates were applying for the post.  So it wills definitely a tough competition.

Name of the Designation

No. of Posts

Date of Exam

Assistant Director

177

28th September (Saturday) 2024

at 3.30 pm to 04:30 pm

Field Officer

107

5th October (Saturday) 2024

at 3.30 pm to 04:30 pm

Computer Technician

01

Radio Technician

02

Accountant cum Cashier

01

Stenographer cum Computer Operator

08

4th October (Friday) 2024

at 4.00 pm to 05:00 pm

Computer Operator

02

Junior Field Officer

122

01/11/2021
Steno Typist cum Computer Operator

05

Assistant Librarian

01

Wireless Operator

103

4th October (Friday) 2024

at 4.00 pm to 05:00 pm

Office Assistant

01

Office Assistant cum Computer Typist

96

4th October (Friday) 2024

at 4.00 pm to 05:00 pm

Library Assistant

01

Watcher Constable

689

Darkroom Assistant

01

Office Support Staff

77

4th October (Friday) 2024

at 4.00 pm to 05:00 pm

National Security Intelligence Question Solutions 2024

National Security Intelligence Job exam will held on ../../24. The exam has finished. So, now everyone is looking for the question solutions of this exam. So here you can get all 200 MCQ answer. In order to getting NSI Exam Question Solution 2024, reading below.

Here we will give all NSI Job exam question solutions 2024. Such as Bangla Solution, English Solution, Math Solution, GK Solution.

NSI Question Solution 2024

National Security Intelligence Job exam is not held yet. After the exam, we will give the full solution in here. So keep visiting our website & get the solution first.

“Wireless Operator” Written Exam question with solution:

NSI ওয়ারলেস অপারেটর পদের লিখিত পরিক্ষার প্রশ্নঃ পূর্ণমান -৭০

GK 20
#মেট্রোরেল নির্মাণ সম্পৃন্ন হলে ঢাকার শহরের যোগাযোগ ব্যবস্থা কেমন হবে সংক্ষেপে আলোচনা ১০
সংক্ষেপে উত্তর দাও
১.২০১৯ সালে শান্তিতে নোবেল কে পায়?
২.বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত?
৩.UNICEF এর পূর্ণ রুপ লিখ?
৪.মুক্তিযুদ্ধে সেক্টর কতটি ছিল?
৫.বর্তমানে ফিফার সভাপতি কে?
৬.২০২০ সালে অলিম্পিকস কোথায় হবে?
৭.দক্ষিণ আফ্রিকার রাজধানীর নাম কি?
৮. মানুষের শরীরে রক্তের পরিমাণ কত লিটার
৯.
১০.

গণিত অংশ ২০
১. x+y=4 হলে x3+ y3+12xy এর মান কত? ৫
২. x-1/x=4 হলে x4-1/x4 এর মান কত? ৫
৩. একটি বর্গাকার বাগানের চারদিকে ৩ ফিট চওড়া রাস্তা আছে। যদি রাস্তার ক্ষেত্রফল ৩ একর হয়,তবে রাস্তা বাদে বাগানের চারদিকে বেড়া দিতে প্রতি গজ ৩.৫৪ টাকা হলে মোট ব্যয় কত টাকা হবে? ১০

ইংরেজি অংশ
translation ৫
১.সূর্য পূর্ব দিকে উদিত হয়
২.আমি ক্রিকেট খেলতে পছন্দ করি
৩. আপনার নাম কি?
৪.ঢাকা বাংলাদেশের রাজধানী
৫.আমি যশোরে বসবাস করি

বাংলায় অনুবাদ কর 5
1.I know his name.
2.I am proud of my country.
3.Everyone loves flowers.
4. Bangladesh was an independent 1971.
5.I eat rice.

বাংলা অংশ ২০

১ বাগধারাঃঅম্যাবসার চাঁদ, গোড়ায় গলদ, অকাল কুষ্মাণ্ড, কলমির ঝাড়,কেতা দুরস্ত, ৫
২. বিপরীত শব্দঃ প্রাকৃতিক, উঁচু,আকুণ্চন,অসার, ৫
৩. ভাব সম্প্রসারণ

  • একতাই বল
  • অথবা,গ্রন্থ গত বিদ্যা আর পর হস্তে ধন,
    নহে বিদ্যা নহে ধন হলেও প্রয়োজন ৷ ১০

“Assistant Director” Written Exam question:

***সাধারণ_জ্ঞান***
১।মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা লিখুন।
২।রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গুরুত্ব এবং বিরূপ প্রক্রিয়া কীরকম প্রভাব ফেলবে তার তুলনামূলক আলোচনা।
৩।মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সম্প্রসারণে করণীয়।
৪।রোহিঙ্গা প্রত্যাবাসনে করণীয়।

***বাংলা***
১।সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে ঢাবিতে পড়া ছোট ভাইকে পত্র লিখুন।
২।ভাব সম্প্রসারণঃ
“জ্ঞান যেখানে সীমাবদ্ধ……।” অথবা
“শৈবাল দীঘিরে………।”
৩।বাগধারা(যে কোন ৫ টি):আক্কেল সেলামী,তালপাতার সেপাই,তাসের ঘর,অনুরোধে ঢেঁকি গেলা,একাদশে বৃহস্পতি,অক্কা পাওয়া।

***English***
1.Passage:The railroad…..৫ টা এমসিকিউ।
2.Why do you want to join NSI?write in 100 words.
3.Write a letter to your friend living in Australia describing the winter season in Bangladesh.

***Math***
১।১ মিটার গভীর একটি খোলা বর্গাকার চৌবাচ্চায় ৪০০০ লিটার পানি ধরে।এর তলার দৈর্ঘ্য কত?
২।উৎপাদকে বিশ্লেষণ:
(ক)8x^2-4x-1
(খ)ax^2+(a^2+1)x+a

Junior Field Officer:-

আজকে অনুষ্ঠিত #এনএসআই এর #জুনিয়র_ফিল্ড_অফিসার পদে আসা #বাংলা প্রশ্নের সমাধান।
এন এস আই। জুনিয়র ফিল্ড অফিসার অনুষ্ঠিত পরীক্ষার G.K solution
১/ হাইকোর্ট কর্তৃক ঘোষিত জীবন সত্তা – তুরাগ নদীকে।
২/ পদ্মা সেতু কোন দুটি জেলা কে সংযুক্ত করবে – শরীয়তপুর – মুন্সিগঞ্জ ( অপশন অনুযায়ী কোনটিই নয়।
৩/পণ্যের ভৌগলিক নিদর্শন প্রদান করে- wipo
৪/বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে – সৌদি আরব থেকে।
৫/ ক্লাসাব্লাংকা শহর – মরক্কো।
৬/ ক্রিকেটে দলের নতুন কোচ – দক্ষিণ আফ্রিকার।
৭/ মেক্সিকো – উত্তর আমেরিকা মহাদেশের।
৮/ এশিয়া – ইউরোপ কে পৃথক করেছে – বসফরাস প্রণালি / দার্দানেলিস প্রণালী।
৯/ আনুষ্ঠানিক ভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারী করা হয়- ১০ এপ্রিল ১৯৭১
১০/ সংবিধান কার্যকর হয় -১৬ ডিসেম্বর ১৯৭২
১১/ জাতীয় সংগীতে – বাংলার প্রকৃতির কথা
১২/সবচেয়ে বড় জেলা – রাঙামাটি।
১৩/ বাংলাদেশের উপর দিয়া অতিক্রম করেছে – কর্কটক্রান্তি রেখা
১৪/ বলিশিরা ভ্যালি – মৌলভীবাজার।
১৫/ মিয়ানমারের সাথে সীমান্ত -৩ টি জেলার সাথে।
১৬/ বাংলাদেশ কে স্বীকৃতি প্রাদানকারী ২য় দেশ – কনফিউশন আছে
১৭/বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী – তাজউদ্দীন আহমেদ।
১৮/ কোন নৃ তাত্ত্বিক গোস্টি মগ নামে পরিচিত- রাখাইন।
১৯/ শিয়াচেন হিমবাহ – ভারত- পাকিস্তান।
২০/ কফি উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ রয়েছে- ব্রাজিল

Watcher Constable:-

১। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়? B, ২- B, ৩- C, ৪- A, ৫- C, ৬-A, ৭-D, ৮-B, ৯-D, ১০-D, ১১-C, ১২-B, ১৩-A, ১৪-C, ১৫-D, ১৬-C, ১৭-A, ১৮-C, ১৯-B, ২০-C, ২১-A, ২২-C, ২৩-B, ২৪-C, ২৫-B, ২৬-B, ২৭-A, ২৮-A, ২৯-C, ৩০-A,

৩১-D, ৩২-D, ৩৩-C, ৩৪-D, ৩৫-B, ৩৬-B, ৩৭-C, ৩৮-A, ৩৯-C, ৪০-B, ৪১- , ৪২- , ৪৩- , ৪৪- , ৪৫- , ৪৬- , ৪৭- ,৪৮- ,৪৯- ,৫0- ৫১- , ৫২- , ৫৩- , ৫৪- , ৫৫- , ৫৬- , ৫৭- ,

৫৮- ,৫৯- ,৬০- ,৬১-D, ৬২- B, ৬৩-B, ৬৪-A, ৬৫-B, ৬৬-C,৬৭-B, ৬৮-C, ৬৯-B, ৭০-B,৭১-C, ৭২- ,৭৩-D, ৭৪-C, ৭৫-C, ৭৬-E , ৭৭-B, ৭৯-A, ৮০-A

 

NSI Question Solution and Question System in 2024

NSI Recruitment-2021

Preliminary Examination

Post: Assistant Director, Telephone Engineer, Field Officer

Exam Date was: 03 February 2024

Time: 10:00 AM

বাংলা অংশ সমাধান 2024

  1.  বাংলা ভাষায় তিনটি মৌলিক অংশ রয়েছে, এগুলো কি কি? ক. ধ্বনি, শব্দ, বাক্য
  2.  ‘গরল’ শব্দের বিপরীত শব্দ কি? খ. অমৃত
  3.  ‘এ এক বিরাট সত্য’ এখানে সত্য কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে?  ক. বিশেষ্য
  4.  অচেনা কোন সমাস?  ঘ. তৎপুরুষ
  5. ‘গাড়ি ষ্টেশন ছাড়ে’ এখানে কোন কারকে কোন বিভক্তি?  গ. অপাদানে শূন্য
  6.  কবি কাজী নজরুল ইসলামকে ভারতের নিমোক্ত জাতীয় পদক প্রদান করা হয়? খ. পদ্মভূষণ
  7. ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে?  খ. তারেক মাসুদ
  8.  লিঙ্গান্তর হয়না এমন শব্দ কোনটি? খ. কবিরাজ
  9.  নির্ভুল বানান কোনটি?  ক. মুহুর্মুহু
  10.  বাংলা সাহিত্যের প্রথম নারী কবে কে? গ. চন্দ্রাবতী
  11.  ওমর খৈয়াম কোন দেশের কবি? ঘ. কোনটিও নয় (সঠিক উত্তর হবে ওমার খৈয়াম ইরানের কবি)
  12. চেটে খাওয়া যায় যা- গ. লেহ্য
  13.  সন্ধি বিচ্ছেদ করুনঃ পুরস্কার  গ. পুরঃ + কার
  14.  ‘চোখের বালি’ এর অর্থ কি?  খ. শত্রু
  15.  ‘কৃতঘ্ন’ শব্দের অর্থ কি? খ. যে উপকারীর অপকার করে
  16.  বাক্য সংকোচন করুনঃ ‘চক্ষু দ্বারা গৃহীত’ গ. চাক্ষুষ
  17.  ‘মোদের গরব, মোদের আশা আমরি বাংলা ভাষা’ চরণটি কার লেখা? ঘ. কোনটিও নয় (সঠিক উত্তর অতুল প্রসাদ সেন)
  18. ‘বাংলা নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার’ জন্ম কোন জেলায়? খ. রংপুর
  19.  যা স্থায়ী নয়- ঘ. নশ্বর
  20. ‘আমানত শব্দের অর্থ কি? গ. গচ্ছিত

ইংরেজী অংশ সমাধান 2024

২১. There is no alternative—training.

উত্তরঃ ক. to

২২. Cricket is a very exciting game (Transform this sentnce into exclamatory one)

উত্তরঃ গ. What an exciting game cricket is!

২৩. Choose the correct sentence.

উত্তরঃ খ. One of my friends is a lawyer

২৪. ‘Othello’ is a Shakespeare’s play about….

উত্তরঃ ঘ. A Moor

২৫. ‘To do away with’ means–

উত্তরঃ গ. To get rid of

২৬. He talked as if he—everything.

উত্তরঃ ঘ. knew

২৭. Which one is correct?

উত্তরঃ খ. You, he and I are present

২৮. What type of noun is ‘kindnesses?

উত্তরঃ গ. Abstract

২৯. Which one of the correct spelling?

উত্তরঃ গ. Cigarette

৩০. ‘Green House’ effect is the cause of–

উত্তরঃ ঘ. Emission of gases

৩১. While he—along the road, a snake bit him.

উত্তরঃ গ. was walking

৩২. Novel prize is considered the highest honour—can be achieved in certain fields of work.

উত্তরঃ ক. which

৩৩. Emperor Akbar—, was a son of Humayhun.

উত্তরঃ ক. Who is a great ruler?

৩৪. I cut myself; here ‘myself’ is a/an—

উত্তরঃ ঘ. Reflexive pronoun

৩৫. Which one is not an example of comparative degree?

উত্তরঃ গ + ঘ

৩৬. It is you who—to blame.

উত্তরঃ গ. are

৩৭. Which one is a masculine gender?

উত্তরঃ খ. Ox

৩৮. What is the synonym of ‘competent?

উত্তরঃ খ. Capable

৩৯. I wish if I—a cricketer.

উত্তরঃ ঘ. were

৪০. Shakespeare is known mostly for his—

উত্তরঃ খ. Drama

সাধারণ জ্ঞান অংশ সমাধান 2024

৪১. বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার কোনটি?

উত্তরঃ ক. যুক্তরাষ্ট্র

৪২. বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ?

উত্তরঃ গ. সিয়েরা লিওন

৪৩. সুচিত্রা সেনের পৈতৃক নিবাস কোথায়?

উত্তরঃ গ. পাবনা

৪৪. সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেসকো ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়?

উত্তরঃ ঘ. মঙ্গল শোভাযাত্রা

৪৫. বাংলাদেশের জাতীয় সংসদের আসন কয়টি?

উত্তরঃ ঘ. ৩৫০

৪৬. বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?

উত্তরঃ খ. ২৬ মার্চ

৪৭. খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে?

উত্তরঃ ঘ. সিলেট

৪৮. নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

উত্তরঃ খ. ৬.১৫ কিমি

৪৯. বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি?

উত্তরঃ খ. রাঙামাটি

৫০. বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত?

উত্তরঃ খ. দক্ষিণ এশিয়া

৫১. মিলোনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জনের জন্য কোন সন নির্ধারিত?

উত্তরঃ গ. ২০১৫

৫২. আল শাবাব কোন দেশের সংগঠন?

উত্তরঃ গ. সোমালিয়া

৫৩. ক্রিকেট বিশ্বকাপ বর্তমান (২০১৫) চ্যাম্পিয়ন কে?

উত্তরঃ খ. অস্ট্রেলিয়া (কিন্তু বর্তমান ২০১৯ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড)

৫৪. নাসা (NASA) কোন ধরণের প্রতিষ্ঠান?

উত্তরঃ খ. মহাকাশ গবেষণা

৫৫. GMT মানে কি?

উত্তরঃ গ. Greenwich Mean Time

৫৬. ইন্টারপোল এর সদর দপ্তর কোথায়?

উত্তরঃ খ. প্যারিস (ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের প্যারিস শহরের লিওঁ নামক জায়গায় অবস্থিত)

৫৭. ISIS কোন দেশের সন্ত্রাসী সংগঠন?

উত্তরঃ গ. ইরাক ও সিরিয়া

৫৮. ডোলাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কবে শপথ নিয়েছেন?

উত্তরঃ খ. ২০ জানুয়ারি ২০১৭

৫৯. AU কোন মহাদেশের সংগঠন?

উত্তরঃ গ. আফ্রিকা

৬০. NATO এর সদর দপ্তর কোথায়?

উত্তরঃ খ. বেলজিয়াম

কম্পিউটার অংশ সমাধান 2024

৬১. All the logical and mathematical calculations are performed by the computer by its:

উত্তরঃ ঘ. CPU

৬২. Records are composed of —such as name, address and phone number.

উত্তরঃ ক. Fields

৬৩. A barcode reader emits—

উত্তরঃ গ. Lights

৬৪. USB stands for:

উত্তরঃ গ. Universal Serial Bus

৬৫. Wi-Fi means:

উত্তরঃ খ. Wireless Fidelity

৬৬. Which one of the following is not a web browser?

উত্তরঃ ঘ. Portal

৬৭. কম্পিউটারের জনক কে?

উত্তরঃ গ. ব্যাবেজ

৬৮. মোবাইল কমিউনিকেশনে 4G- এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?

উত্তরঃ গ. ব্রডব্যান্ড

৬৯. কম্পিউটারে ইন্টারনেট সংযোগের জন্য কিসের প্রয়োজন?

উত্তরঃ গ. মডেম

৭০. ‘কম্পিউটার মেমোরি’ বলতে কি বুঝায়?

উত্তরঃ খ. তথ্য সংগ্রহের স্থান

সাধারণ গণিত অংশ সমাধান 2024

৭১. পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা ২২ বছর বেশী। পিতার বয়স ৬২ হলে পুত্রের বয়স কত?

উত্তরঃ গ. ৪০

৭২. কোন বাহিনীতে যদি আরো ১১ জন সদস্য নিয়োগ করা যেত, তাদেরকে ২০, ২০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ বাহিনীতে সদস্য সংখ্যা কত ছিল?

উত্তরঃ গ. ৫৮৯

৭৩. দুটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ এবং ৩৬০। একটি  সংখ্যা ১০ হলে অপর সংখ্যা কত?

উত্তরঃ ঘ. ৭২

৭৪. চালের দাম ২৫ ভাগ বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালো যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত কমালেন?

উত্তরঃ ক. ২০%

৭৫. দুটি সংখ্যার অনুপাত ৫:৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাত ২:৩ হয়। সংখ্যা দুটি কি কি?

উত্তরঃ ঘ. ১০ এবং ১৬

৭৬. x + 1/x = √3 হলে x3 + 1/x3 এর মান কত?

উত্তরঃ গ. ০

৭৭. X > Y এবং XY < 0 হলে নিচের কোনটি ঋণাত্মক হবে?

উত্তরঃ খ. Y

৭৮. ১৩ সেমি ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সেমি দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?

উত্তরঃ গ. ২৪

৭৯. বৃত্তের পরিধি অ ব্যাসের অনুপাত কত?

উত্তরঃ খ. ২২/৭

৮০. √2 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা?

উত্তরঃ খ. অমূলদ

৮১. শতকরা বার্ষিক যে হারে কোন মূলধন ৬ বছরে সুদেমূলে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা ৪ বছরে সুদেমূলে ২০৫০ টাকা হবে?

৮২. একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ১৩ সেমি, ১ টি কর্ণের দৈর্ঘ্য ২৪ সেমি হলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত?

উত্তরঃ খ. ১০ সেমি

৮৩. x4 – x2 + 1 = 0 হলে x2 + 1/x2 এর মান কত?

উত্তরঃ ক. 1

ভূগোল, কম্পিউটার, বিজ্ঞান সাধারণ জ্ঞান অংশ সমাধান 2024

৮৪. সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই?

উত্তরঃ ক. বুধ

৮৫. বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত?

উত্তরঃ ঘ. রাজশাহী

৮৬. সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ?

উত্তরঃ গ. ইন্দোনেশিয়া

৮৭. ‘গুয়ানতানামো বে’ কোথায় অবস্থিত?

উত্তরঃ খ. কিউবা

৮৮. দক্ষিণ ও উত্তর আমেরিকা কোন প্রবাহের দ্বারা সংযুক্ত?

উত্তরঃ ক. পানামা খাল

৮৯. এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?

উত্তরঃ কোনটিও নয় (২০০৬ সালের আগে এশিয়া তথা বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র ছিল নেপাল)

৯০. নবায়নযোগ্য জ্বালানী কোনটি?

উত্তরঃ ক. পরমাণু শক্তি

৯১. জিকা ভাইরাস ছড়ায় কিসের মাধ্যমে?

উত্তরঃ ক. মশা

৯২. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের সময় কাল কত?

উত্তরঃ গ. ২০১৬-২০৩০

৯৩. সর্বশেষ (২০১৭ সালে) বিশ্ব জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?

উত্তরঃ খ. জার্মানী

৯৪. দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে —-এর উপর?

উত্তরঃ ক. শিক্ষা ব্যবস্থা

৯৫. বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?

উত্তরঃ ঘ. কোনটিও নয় (সঠিক উত্তর ভারত)

৯৬. বর্তমান সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে কিসের বিরুদ্ধে?

উত্তরঃ ক. সন্ত্রাস ও জঙ্গিবাদ

৯৭. শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনা বাধ্যতামূলক করা হয়েছে হয়েছে কোন চেতনায়?

উত্তরঃ গ. দেশাত্মবোধ্য

৯৮. বাংলাদেশে বিসিএস ক্যাডার সার্ভিসে ক্যাডারের সংখ্যা কয়টি?

উত্তরঃ সঠিক উত্তর নাই। বর্তমানে বাংলাদেশে বিসিএস ক্যাডার সার্ভিসে ক্যাডারের সংখ্যা ২৬ টি। আগে ২৭ টি ছিল।

৯৯. বিশ্বকাপ ফুটবলে সর্বশেষ বিজয়ী দেশ কোনটি?

উত্তরঃ সঠিক উত্তর নাই। সঠিক উত্তর ২০১৮ সালে চ্যাম্পিয়ন ফ্রান্স।

১০০. ট্রান্স প্যাসিফিক পার্টনারশীপ (টিপিপি) এর সম্ভাব্য নতুন নাম কি?

উত্তরঃ ঘ. কোনটিও নয় (সঠিক উত্তর হবে CPTPP)

NSI Question Solution and Question System in 2024

Post Name: Assistant Director (AD)

Exam Date: 16 October 2015

Exam Time: 1 hour

পুর্ণমানঃ ১০০

বাংলা অংশ সমাধান 2024

১. বাংলা গদ্যের জনক কে?

উত্তরঃ ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

২. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে?

উত্তরঃ ক. মাইকেল মধুসূদন দত্ত

৩. ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’-গানটির রচিয়তা কে?

উত্তরঃ ক. আব্দুল লতিফ

৪. অর্ধ-মাত্রার স্বরবর্ণ কয়টি?

উত্তরঃ ঘ. ১

৫. ‘Subconscious’ শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো?

উত্তরঃ গ. অব-চেতন

৬. ‘ক্ষীয়মাণ’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?

উত্তরঃ গ. বর্ধমান

৭. ‘হি টিং ছট’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ হতে নেওয়া হয়েছে?

উত্তরঃ ঘ. সোনার তরী

৮. কোন তারিখে ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশ সরকার কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন?

উত্তরঃ খ. ১৯৭২ সালের ২৪ মে

৯. ‘রাজার দুয়ারে হাতি বাঁধা’ দুয়ারে শব্দটি কোন কারক?

উত্তরঃ ঘ. অধিকরণ

১০. বাক্যের মৌলিক উপাদান কি?

উত্তরঃ ক. শব্দ

ইংরেজী অংশ সমাধান 2024

১১. Who is called the poet of beauty?

উত্তরঃ খ. John Keats

১২. Which Century was the ‘Victorian Period’?

উত্তরঃ খ. 19th

১৩. ‘A little leraning is a dangerous thing’-is a quotation from?

উত্তরঃ খ. Alexander Pope

১৪. Which one is the superlative degree of ‘Bad’?

উত্তরঃ গ. Worst

১৫. ‘Let him be told to go’ change the voice.

উত্তরঃ ঘ. Tell him to go

১৬. Children like to watch science —movies.

উত্তরঃ ক. fiction

১৭. Choose the correct synonym of the word ‘probity’?

উত্তরঃ খ. Honesty

১৮. What is the antonym of the word ‘eminent’?

উত্তরঃ ঘ. Unknown

১৯. The word ‘diabetic’ is–?

উত্তরঃ গ. Both noun and adjective

২০. ‘The profession of teaching is known as–?

উত্তরঃ খ. Pedagogy

সাধারণ জ্ঞান অংশ সমাধান 2024

২১. ‘আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান’ বলা হয়েছে সংবিধানের কত নং অনুচ্ছেদে?

উত্তরঃ গ. ২৭ নং

২২. কোনটি মূল্যবোধের চালিকা শক্তি?

উত্তরঃ ক. সংস্কৃতি

২৩. বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী কবে গৃহীত হয়?

উত্তরঃ খ. ১৯৭৩ সালে

২৪. বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত মার্কিন ডলার?

উত্তরঃ কোনটিও নয় (বর্তমানে মাথাপিছু আয় ১৯০৯ মার্কিন ডলার)

২৫. বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি বিল লোকসভায় কবে পাশ হয়?

উত্তরঃ খ. ৭ মে ২০১৫

২৬. বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত কর?

উত্তরঃ গ. ১ জুলাই ২০১৫

২৭. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

উত্তরঃ ক. ১৩৬ তম

২৮. ঐতিহাসিক ছয় দফার প্রথম দফা কি?

উত্তরঃ ঘ. প্রাদেশিক স্বায়ত্তশাসন

২৯. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান কার্যকর করা হয় কত সালে?

উত্তরঃ খ. ১৯৭২

৩০. স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা কবে গঠিত হয়?

উত্তরঃ গ. ১০ এপ্রিল ১৯৭১

৩১. অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুসারে, বাংলাদেশের দারিদ্র্যের হার কত?

উত্তরঃ ক. ৩১.৫০%

৩২. বাংলাদেশের সবচেয়ে নদী বন্দর কোনটি?

উত্তরঃ ঘ. নারায়ণগঞ্জ

৩৩. জাতীয় সংসদের ১ নং আসনটি কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ গ. পঞ্চগড়

৩৪. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের নির্বাচন কবে হয়?

উত্তরঃ ক. ৭ মার্চ ১৯৭৩

৩৫. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে মোট কয়টি আসন লাভ করে?

উত্তরঃ খ. ১৬৭

৩৬. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী বাংলা সাল কত ছিল?

উত্তরঃ ক. ১৩৫৮

৩৭. পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা কে?

উত্তরঃ খ. ধর্মপাল

৩৮. মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?

উত্তরঃ খ. ১১

৩৯. কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের রাজস্ব আয় সর্বোচ্চ?

উত্তরঃ ঘ. মূল্য সংযোজন কর

৪০. নিচের কোন নদী বাংলাদেশে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে?

উত্তরঃ গ. হালদা

৪১. GATT কখন WTO তে রূপান্তরিত হয়?

উত্তরঃ খ. ১৯৯৩ সালে

৪২. ইন্টারপোলের বর্তমান সদর দপ্তর কোথায়?

উত্তরঃ খ. লিওঁ

৪৩. পৃথিবী তথা আফ্রিকার দীর্ঘতম নদী কোনটি?

উত্তরঃ গ. নীলনদ

৪৪. CIRDAP-এর সদর দপ্তর কোথায়?

উত্তরঃ খ. ঢাকা

৪৫. কোন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয়?

উত্তরঃ গ. কোপেন হেগেন

৪৬. বিশ্বকাপ ফুটবল ২০১৪ এর মাসকট কি ছিল?

উত্তরঃ ঘ. ফুলেকা

৪৭. জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন?

উত্তরঃ গ. নিরাপত্তা পরিষদের

৪৮. IMF কবে থেকে কার্যক্রম শুরু করে?

উত্তরঃ সঠিক উত্তর নাই (সঠিক উত্তর হবে ১৯৪৭ সাল থেকে)

৪৯. FBI-এর প্রধান কে?

উত্তরঃ সঠিক উত্তর নাই (বর্তমানে FBI-এর প্রধান Christopher A. Wray)

৫০. জাতিসংঘে ২০১৫ অধিবেশনে পরিবেশ বিষয়ক ‘চ্যাম্পিয়ন অফ দি আর্থ’ পুরস্কারটি কে পান?

উত্তরঃ খ. শেখ হাসিনা

৫১. Economist Intelligence Unit (2015) এর মতে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি?

উত্তরঃ ক. সিঙ্গাপুর

৫২. নিচের কোনটি G-8 এর সদস্য নয়?

উত্তরঃ ঘ. সুইডেন

৫৩. ব্যবসার বিশ্লেষক ফার্ম আইএইচএস’র বিশ্লেষণে ২০১৪ সালে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে?

উত্তরঃ খ. ভারত

৫৪. কেপলার-৪৫২ বি কি?

উত্তরঃ ক. পৃথিবীর মত একটি গ্রহ

৫৫. ফিজিওলজি বা মেডিসেনে নোবেল পুরস্কার ২০১৫ পাননি নিচের কোন ব্যক্তি?

উত্তরঃ ঘ. John O Keefe

ভূগোল বিষয়ক অংশ সমাধান 2024

৫৬. পার্বত্য অঞ্চলের নদীর কোন ধরণের ক্ষয় বেশী হয়?

উত্তরঃ খ. নিমক্ষয়

৫৭. বায়ুমণ্ডলের ওজোনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ?

উত্তরঃ ঘ. ক্লোরোফ্লোরো কার্বন

৫৮. বাংলাদেশের অন্যতম দুর্যোগ কি?

উত্তরঃ ক. বন্যা

৫৯. দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি ব্যয়বহুল?

উত্তরঃ ঘ. দীর্ঘস্থায়ী দুর্যোগ প্রশমন

৬০. একটি বড় মাপের ভূমিকম্পের পর কি ঘটার আশঙ্কা থাকে?

উত্তরঃ গ. সুনামী

৬১. ভূ-পৃষ্ঠের উপরিভাগে জীবমণ্ডলের ব্যাপ্তি কত?

উত্তরঃ গ. প্রায় ১০ কিমি

৬২. পাহাড়ি এলাকায় কোন ধরণের বন্যা হয়?

উত্তরঃ গ. আকস্মিক বন্যা

৬৩. বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক পাওয়া যায়?

উত্তরঃ খ. নাইট্রোজেন

৬৪. সমুদ্র স্রোতের অন্যতম কারণ?

উত্তরঃ ক. বায়ু প্রবাহের প্রভাব

৬৫. নবায়নযোগ্য জ্বালানি কোনটি?

উত্তরঃ ঘ. পরমাণু শক্তি

কম্পিউটার অংশ সমাধান 2024

৬৬. কম্পিউটার একটি-

উত্তরঃ গ. হিসাবকারী যন্ত্র

৬৭. নিচের কোনটি একটি উন্মুক্ত অপারেটিং সিস্টেম?

উত্তরঃ ক. Linux

৬৮. বর্তমানে বাংলাদেশের কোনটিতে MICR Technology বব্যহৃত হয়?

উত্তরঃ গ. ব্যাংকের চেক বই

৬৯. নিচের কোনটি কম্পিউটারের মেমোরি ডিভাইস নয়?

উত্তরঃ ঘ. Memory card

৭০. কম্পিউটারের স্ক্যানার কি ধরণের ডিভাইস?

উত্তরঃ খ. ইনপুট

৭১. কম্পিউটারের কোন যন্ত্রাংশের ক্ষমতার উপর মনিটরে দৃশ্যমান ছবির গুণগত মান নির্ভর করে?

উত্তরঃ ঘ. ভিজিএ কার্ড

৭২. GSM- পুর্ণরূপ কি?

উত্তরঃ গ. Global System for Mobile Management

৭৩. কম্পিউটারকে ইন্টারনেটে সংযুক্ত করার জন্য কোন যন্ত্রাংশ প্রয়োজন?

উত্তরঃ গ. মডেম

৭৪. ল্যাপটপ কখন প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে?

উত্তরঃ গ. এপসন, ১৯৮১

৭৫. http সংক্ষিপ্ত রূপটি কি বোঝায়?

উত্তরঃ ক. Hyper Text Transfer Protocol

গণিত অংশ সমাধান 2024

৭৬. √0.000009= কত?

উত্তরঃ গ. ০.০০৩

৭৭. ২০৭৪০ সংখ্যক সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে ৪ জন অতিরিক্ত হয়। প্রতি সারিতে সৈন্য সংখ্যা কত?

উত্তরঃ খ. ১৪৪

৭৮. চালের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার বাৎসরিক ব্যয় অপরিবর্তিত থাকে? তিনি চালের ব্যবহার শতকরা কত কমালেন?

উত্তরঃ ক. ২০%

৭৯. a -1/a = √3 হলে, a2 – 1/a2 এর মান কত?

উত্তরঃ সঠিক উত্তর নাই (সঠিক উত্তর হবে √21)

৮০. 3^-3 এর মান কত?

উত্তরঃ গ. 1/27

৮১. যদি 5:100, 4:64 হয় তবে 4:80:3: ?

উত্তরঃ গ. 48

৮২. ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪…ধারার পরবর্তী সংখ্যা কত?

উত্তরঃ ক. ৫৫

৮৩. একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?

উত্তরঃ খ. ১৮

৮৪. রতনের আয় বকুলের আয় অপেক্ষা ২৫% বেশি। বকুলের আয় রতনের আয় অপেক্ষা কত % কম?

উত্তরঃ গ. ২০%

৮৫. ৯০ কোন সংখ্যাটির ৭৫%?

উত্তরঃ ক. ১২০

৮৬. ১৯৯০ সালের ১ ফেব্রুয়ারি যদি বৃহস্পতিবার হয় তাহলে ১৯৯১ সালের ১ ফেব্রুয়ারি কি বার হবে?

উত্তরঃ খ. শুক্রবার

৮৭. P is heavier than B. R is lighter than A. P is lighter than R. Who is the heaviest?

উত্তরঃ গ. A

৮৮. ১ থেকে ১০০ পর্যন্ত লিখতে ৯ সংখ্যাটি কতবার ব্যবহৃত হয়?

উত্তরঃ ঘ. ২০

৮৯. ৯, ৩৬, ৮১, ১৪৪, এর পরবর্তী সংখ্যা কত?

উত্তরঃ খ. ২২৫

৯০. নিচের কোন সংখ্যাটি অন্য রকম?

উত্তরঃ ঘ. ১৬

মানসিক দক্ষতা বিষয়ক প্রশ্নের সমাধান 2024

৯১. আপনার চাচার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার সম্পর্কে কি হয়?

উত্তরঃ গ. ভাই

৯২. ‘ডিজেল ইঞ্জিন’ মোটর গাড়ির সাথে সম্পর্কিত হলে ‘সার্চ ইঞ্জিন’ কিসের সাথে সম্পর্কযুক্ত?

উত্তরঃ খ. কম্পিউটার

৯৩. একটি ত্রিভুজ এবং বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করতে পারে?

উত্তরঃ গ. ২

৯৪. P হচ্ছে Q এর পিতা কিন্তু Q, P-এর ছেলে নয়। তাদের সম্পর্কটা কোন ধরণের?

উত্তরঃ গ. মেয়ে-পিতা

৯৫. একটি পার্টিতে একজন ব্যক্তি ও তার স্ত্রী তাদের দুই পুত্র ও তাদের স্ত্রী এবং প্রত্যেকে পুত্রের ৪ জন করে সন্তান ছিল। পার্টিতে মোট কতজন উপস্থিত ছিল?

উত্তরঃ খ. ১৪ জন

৯৬. সরকার ও জনগণের মধ্যে আয়নার মত কাজ করতে কোনটি?

উত্তরঃ ঘ. মিডিয়া

৯৭. বড়দের সন্মান করা, দানশীলতা, শ্রমের মর্যাদা ইত্যাদি কোন মূল্যবোধ?

উত্তরঃ ক. সামাজিক

৯৮. সুশাসনের অন্যতম প্রতিবন্ধকতা কোনটি?

উত্তরঃ ঘ. দুর্নীতি

৯৯. ২০১৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী নিচের কোন সংস্থা বা ব্যক্তি?

উত্তরঃ ক. ডিউনিশিয়ান ন্যাশনাল ডায়ালগ কোয়াটের্ট

১০০. ২০১৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী Svetlana Alexievich কোন দেশের নাগরিক?

উত্তরঃ গ. বেলারুশ

NSI Exam Pattern

According to 2024 NSI exam pattern, you can understand the syllabus of NSI exam. We hope it will help you a lot.

 

 

So let’s check your desire NSI Question Solution 2024 from this website. If you think that, any of the answers provided here is wrong, feel free to take part in the discussion. You can use the facebook comment box. All the answers provided here is collected from the guide “Different Job Solution”. One of the best guides to solve the NSI Question Solution. In there you will also find the answer relevant description. Therefore, it will be very easy for you to understand that why that answer will be correct. To get more update information, you can like our Facebook page & join our  Facebook group.

Life

Life is one of the most active members of our writing team. She puts his best foot forward to bring the trending news and Education topic. Life is a great writer too. Her pieces are always objective, informative and educative.
Back to top button