Assignment

Class 6 Math Assignment Answer 2024 (ষষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট সমাধান)

ষষ্ঠ শ্রেণির গণিত অ্যাসাইনমেন্ট প্রশ্নের সমাধান প্রকাশ করা হয়েছে। আপনি ষষ্ঠ শ্রেণির পরীক্ষার্থী হবে এই লেখাটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

Class 6 Math Assignment Answer 2024

লটারির সাহায্যে স্বাভাবিক সংখ্যা বিষয়ক গাণিতিক সমস্যার সমাধান

অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনা (ধাপ/পরিধি/সংকেত):

ছোট ছোট টুকরো কাগজে ১০ থেকে ৩০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা লিখে ভাজ করে একটি কৌটায় রাখো। অতঃপর দৈব ভাবে (লটারি) একটি করে তুলে নিয়ে নিচের ধাপগুলো অনুসরণ কর।

  • মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা আলদা করে অঙ্কিত তালিকা অনুযায়ি খাতায় লিখ:

মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা

  • এবার তুলে নেওয়া সবগুলো কাগজের টুকরো পুনরায় কৌটায় রাখো [বিঃদ্রঃ এখন থেকে তুলে নেওয়া কাগজের টুকরোটি পুনরায় কৌটায় রাখা যাবে না।]
  • লটারির মাধ্যমে এক জোড় কাগজের টুকরো তুলে প্রাপ্ত সংখ্যা দুইটি অঙ্কিত তালিকা অনুযায়ি খাতায় দিয়ে সহমৌলিক কিনা যাচাই কর

১ম সংখ্যা,  ২য় সংখ্যা,  সহমৌলিক (হ্যাঁ/না)

  • এবার কৌটা থেকে দৈবভাবে একইসাথে তিনটি সংখ্যা তুলে নাও

প্রাপ্ত সংখ্যগুলো পাশাপাশি বসিয়ে ছয় অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা গঠন কর।

যেমনঃ ১২, ২২, ২৪ এই তিনটি সংখ্যা পাশাপশি বসিয়ে প্রাপ্ত হয় অঙ্কের সংখ্যা = ১২২২২৪। তোমার সমাধানের ক্ষেত্রে লটারিতে এই সংখ্যাটি ব্যবহার করা থেকে বিরত থাকবে।
  • গঠনকৃত হয় অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যাকে দেশীয় ও আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় প্রকাশ কর
  • এবার লটারিতে তুলে নেওয়া তিনটি সংখ্যার যে কোন দুইটি সংখ্যাকে পাশাপাশি বসিয়ে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন কর
  • চার-অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি ২.৩ ও ৪ দ্বারা বিভাজ্য কিনা যাচাই কর।
  • প্রয়োজনে পাঠাবইয়ের পৃষ্ঠা ৮ ও ৯ নং এর সাহায্য নাও
  • কৌটা থেকে পুনরায় দৈবভাবে তুলে এমন ভাবে তিনটি সংখ্যা নাও যেখানে অন্তত একটি মৌলিক সংখ্যা থাকে।
  • পাঠ্যবইয়ে উল্লিখিত যে কোন ১টি পদ্ধতিতে সংখ্যাগুলোর ল.সা.গু নির্ণয় কর
  • পাঠ্যবইয়ে উল্লিখিত যে কোন ১টি পদ্ধতিতে সংখ্যাগুলোর গ.সা.গু. নির্ণয় কর।

৬ষ্ঠ শ্রেণির ১ম সপ্তাহের গণিত এসাইনমেন্ট সমাধান ২০২২

3rd Week Math Assignment Answer Class 6 

১। তিনটি সংখ্যা ২৮, ৪৮ ও ৭২
(ক) ১ থেকে ৭২ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি সনাক্ত কর।
(খ) ৮ ও ১২ সংখ্যা দুইটির সাধারণ ভাজক নির্ণয় কর।
(গ) মৌলিক গুণনীয়কের সাহায্যে সংখ্যা তিনটির বৃহত্তম সাধারণ গুণনীয়ক নির্ণয় কর।
(ঘ) ইউক্রিভীয় প্রক্রিয়ায় সংখ্যা তিনটির ন্যুনতম সাধারণ গুণিতক নির্ণয় কর।
(ঙ) দেখাও যে উদ্দীপকের ১ম ও ২য় সংখ্যাদ্বয়ের গুণফল, এদের ল.সা.গু ও গ.সা.গু এর গুণফলের সমান।

Class 6 subject wise assignment answer 2024:-:-

  1. Class 6 Bangla Assignment Solution 2024
  2. Class 6 English Assignment Solution 2024
  3. Class 6 Math Assignment Solution 2024
  4. Class 6 Home Science Assignment Solution 2024
  5. Class 6 Agricultural Education Assignment Solution 2024
  6. Class 6 Science Assignment Solution 2024
  7. Class 6 BGS Assignment Solution 2024
  8. Class 6 ICT Assignment Solution 2024
  9. Class 6 Dhormo Assignment Solution 2024

6th Week Class 6 Math Assignment 

প্রশ্ন: ০১: 5×2-2xy+3y2, x2-3xy, -y2+5xy তিনটি বীজগণিতীয় রাশি হলে

ক) প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি এবং কী কী?
খ) রাশি তিনটির যােগফল নির্ণয় কর।
গ) x=3, y=2 হলে, ১ম রাশি থেকে ৩য় রাশির বিয়ােগফলের মান নির্ণয় কর।

প্রশ্ন-০২: ∠ABC=৬০°

ক) ∠ABC কে চাঁদার সাহায্যে অংকন কর।
খ) ∠ABC কে সমদ্বিখন্ডিত কর (রুলার ও কম্পাসের সাহায্যে)
গ) অংকনের চিহ্ন ও বিবরণ দাও

প্রশ্ন-০৩: একজন শিক্ষার্থী ৪০ থেকে ৬০ পর্যন্ত সংখ্যাগুলাের মধ্যে নিম্নের সংখ্যাগুলাে লিখল:

৫০, ৪৫, ৪৮, ৪৯, ৬০, ৫৮, ৫৭, ৪৫, ৪৭, ৪৫, ৪৩, ৪২, ৪৭,

ক) উপাত্তগুলােকে বিন্যস্ত করা।
খ) উপাত্তগুলাের গড় নির্ণয় কর।
গ) উপাত্তগুলাের মধ্যক ও প্রচুরক নির্ণয় কর।

Class 6 math assignment 6th week PDF

5th Week Class 6 Math Assignment Answer

প্রশ্ন: ০১- একটি ফলের দোকান থেকে ২৫০ টি ফজলি আম কিনে আনা হলো। দুইদিন পর ২৫ টি আম পচে গেল এবং একটি আমের দাম ৩০ টাকা।

ক) ২৫ টাকা ৭৫ টাকার শতকরা কত?
খ) শতকরা কতটি আম ভাল আছে?
গ) একটি আম কত টাকায় বিক্রয় করা হলে মোটের উপর ১০% লাভ হবে?

প্রশ্ন: ০২-15,6,11 তিনটি পূর্ণ সংখ্যা

ক) -15 এবং 6; (6+5) এবং 11 এর মধ্যে > বা < চিহ্ন বসাও।
খ)-(-15) +(-11) +6 এর মান নির্ণয় কর।
গ) সংখ্যা রেখার সাহায্যে -15 ও 6 যোগফল এবং 11 ও 6 এর বিয়োগফল নির্ণয় কর।

প্রশ্ন: ০৩ +,-, ×, ÷ সাহায্যে লেখ

(ক) X এর সাতগুণ থেকে Y এর তিনগুণ বিয়োগ
(খ) a ও b এর গুণফল এর সাথে c এর আটগুণ যোগ।
(গ) a ও b) এর যোগফলকে x থেকে y এর বিয়োগফল দ্বারা ভাগ
(ঘ) X কে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ
(ঙ) একটি সংখ্যার দ্বিগুণ এর সাথে অপর একটি সংখ্যার তিনগুণ যোগ।

প্রশ্ন: ০৪- একটি খাতার দাম a টাকা ও একটি বইয়ের দাম b টাকা এবং কলমের দাম c টাকা হলে,

(i) পাঁচটি কলম ও তিনটি খাতার দাম কত?
(ii) দশটি বই ও চারটি খাতার দাম কত?
(iii)আটটি খাতা, ছয়টি বই এবং নয়টি কলমের দাম কত?

Class 6 math 1st Assignment answer

প্রশ্ন: ০১:- 
১২, ১৫, ২০, ৩৫ চারটি সংখ্যা, সংখ্যাগুলাের ল,সা,গু নির্ণয় কর।

ক) সংখ্যাগুলোর ল,সা.গু নির্ণয় কর।
খ) পাঁচ অংকের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য?
গ) চার অংকের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১০ হবে?

প্রশ্ন: ০২:- ৩৫ মিটার লম্বা একটি বাশের ৭-১/২ মিটার কালো, ৭-৪/২৫ মিটার লাল এবং ৮-৩/১০ মিটার হলুদ রং করা হলো।

ক) সরল কর: ৭-১/২ – ৪/৭ এর ৭/৮।
খ) বীশটির কত অংশ রং করা হয়েছে।
গ) বীশটির কত অংশ রং করা বাকি রইল।

প্রশ্ন: ০৩:- দুইটি কম্পিউটারের দামের অনুপাত ৩:২। প্রথমটির দান ৫৫০০০ টাকা হলে,

ক) উদ্দীপকের অনুপাতটিকে ব্যাস্ত অনুপাতে রুপান্তর কর।
খ) দ্বিতীয় কম্পিউটারটির দাম কত?
গ) দ্বিতীয় কম্পিউটারের দাম ২০০০ টাকা বেশি হলে, কম্পিউটার দুইটির দামের অনুপাত,কত?

সকল বিষয়ের আপডেট তথ্য পেতে আমাদের Facebook page ও Facebook group এ যোগ দিন।

Life

Life is one of the most active members of our writing team. She puts his best foot forward to bring the trending news and Education topic. Life is a great writer too. Her pieces are always objective, informative and educative.
Back to top button