নবী-রাসূলের পার্থক্য বর্ণনা কর
আল্লাহ্ তায়ালা মানজাতির হিদায়তের জন্য বহু নবী-রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন।
পবিত্র কুরআনে আল্লাহ্ বলেছেনঃ
“আর প্রত্যেক জাতির জন্য পথপ্রদর্শক রয়েছে”।
(সূরা আর-রা’দ ১৩ , আয়াত ৭)
কুরআন মাজিদে ২৫ জন নবী-রাসূলের নাম রয়েছে কিন্তু প্রকৃতপক্ষে নবী-রাসূলের সংখ্যা লক্ষাধিক।
নবী ও রাসূল অর্থের দিক থেকে দুইটি শব্দের মধ্যে পার্থক্য রয়েছে। যেমনঃ
যাদের উপর মহান আল্লাহর পক্ষ থেকে আসমানী কিতাব অবতীর্ণ হয়েছে তাদেরকে রাসূল বলা হয়।
যাদের উপর আসমানী কিতাব অবতীর্ণ হয়নি এবং পূর্ববর্তী রাসূলের উপর যে আসমানী কিতাব অবতীর্ণ হয়েছে সেই কিতাবের অনুসরণ করে মানুষদের হেদায়াত করেছেন তাদেরকে নবী বলা হয়।
প্রত্যেক রাসুলই নবী ছিলেন কিন্তু প্রত্যেক নবী-রাসূল নন।
আমাদের প্রিয় নবি হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল।
সকল বিষয়ের আপডেট তথ্য পেতে আমাদের Facebook page ও Facebook group এ যোগ দিন।
আরও দেখুন…….
১. ইসলামের সাথে ইমানের সম্পর্ক খুবই নিবিড়” কথাটি ব্যাখ্যা কর।
২. কপটতার নিদর্শন গুলাে কী কী?
৩. হাশরের ময়দানে কয় ধরণের শাফায়াত কার্যকর হবে? ব্যাখ্যা কর।