কপটতার নিদর্শন গুলাে কী কী?
শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইসলাম ও ইমানের সম্পর্ক, কপটতা, নবি-রাসুল এবং হাশরের ময়দান বিষয়ে জানতে চাও তাদের জন্য আজকের প্রবন্ধ; মানব জীবনের জন্য ইসলাম একটি পূর্ণাঙ্গ শান্তিময় জীবন ব্যবস্থা। মানব জীবনে চলার জন্য সকল সমস্যার সমাধান ইসলামের রয়েছে। আজকে আমরা আলোচনা করব ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ইসলাম ও ইমানের সম্পর্ক কপটতা নবী ও রাসূলগণের মধ্যে পার্থক্য এবং হাশরের ময়দানে শাফায়াত সম্পর্কে।
ইসলামী পরিভাষায় মুখে ঈমানের শিকার ও অন্তরে অবিশ্বাস করা কে কপটতা বলা হয়। কপটতা নিদর্শন তিনটি-
১. যখন কথা বলে; মিথ্যা বলে
২. কারো সাথে ওয়াদা করলে তা ভঙ্গ করে;
৩. যখন তার নিকট কোন কিছু গচ্ছিত রাখা হয় তখন তার খেয়ানত করে।
আমরা সকলেই কপটতা থেকে বেঁচে থাকব এবং খাটি মুসলিম হিসেবে জীবন-যাপনে চেষ্টা করব।
সকল বিষয়ের আপডেট তথ্য পেতে আমাদের Facebook page ও Facebook group এ যোগ দিন।
আরও দেখুনঃ
১. ইসলামের সাথে ইমানের সম্পর্ক খুবই নিবিড়” কথাটি ব্যাখ্যা কর।
২. নবি-রাসুলের পার্থক্য বর্ণনা কর।
৩. হাশরের ময়দানে কয় ধরণের শাফায়াত কার্যকর হবে? ব্যাখ্যা কর।