Agricultural Education Assignment

শিক্ষকের শেষ মন্তব্যটি কোন মাটিকে নির্দেশ করে? ব্যাখ্যাপূর্বক ধান চাষের জন্য এই মাটি উপযােগী কী না-যুক্তি দাও

শিক্ষকের শেষ মন্তব্যটি কোন মাটিকে নির্দেশ করে? ব্যাখ্যাপূর্বক ধান চাষের জন্য এই মাটি উপযােগী কী না-যুক্তি দাও

উত্তর: শিক্ষকের শেষ মন্তব্যটি ছিল-

এমন এক ধরনের মাটি আছে যার অর্ধেক বালিকণা আর অর্ধেক পলিকনা ও কাদাযুক্ত হয়।

শিক্ষকের মন্তব্যটি পলি-দোআঁশ মাটি কে নির্দেশ করে। কারণ আদর্শ পলি-দোআঁশ মাটিতে অর্ধেক বালিকণা এবং বাকি অর্ধেক পলি কণা ও কাঁদাযুক্ত থাকে।

ধান চাষের জন্য এ মাটি উপযোগী নয়। কারণ কংকরযুক্ত পলি দো-আঁশ ও বেলে মাটি ছাড়া সব মাটিই ধান চাষের উপযোগী।

এঁটেল দো-আঁশ মাটি ধান চাষের জন্য খুব ভালো। যে মাটিতে কমপক্ষে শতকরা ৪০ ভাগ কর্দমকণা থাকে, তাকে এঁটেল মাটি বলে।

নদী অববাহিকা ও হাওর বাওড় এলাকা যেখানে পলি জমে সেখানেও ধান ভালো হয়। প্রকারভেদেও উঁচু, মাঝারি, নিচু সব ধরনের জমিতে ধানের চাষ করা যায়।

যেমন নিচু জমিতে বোরো ও জলি আমন চাষ করা যায়। মাটির অম্লাত্বক থেকে নিরপেক্ষ অবস্থা ধান চাষের অনুকূল। মাটিতে জৈব পদার্থ কম হলে কম্পোস্ট ব্যবহার করে এর মাত্রা বাড়ানো যায়।

মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, জিংক, সালফার ইত্যাদির মাথা নির্ধারণ করে প্রয়োজনীয় সার ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায়। পরিশেষে বলা যায়, উপরোক্ত গুনাগুন যেহেতু পলি দোআঁশ মাটিতে বিদ্যমান থাকে না; তাই এই মাটি ধান চাষের উপযুক্ত নয়।

সকল বিষয়ের আপডেট তথ্য পেতে আমাদের Facebook page ও Facebook group এ যোগ দিন।

আরও দেখুনঃ

(ক) ফসলের মৌসুম বলতে কি বুঝ?
(খ) রবি মৌসুম ও খরিপ মৌসুমের পার্থক্য কী?
(গ) মুরগির দেহের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলাে কী কী?
(ঘ) মুরগির খামারে খাদ্য ও পানি কেনাে গুরুত্বপূর্ণ?

২। নির্ধারিত কাজ: কাঠাল গাছ সম্পর্কে নিচের ছকটি পূরণ করা।

Similar Posts