তােমার এলাকায় নির্বাচনের সময় যেসব নির্বাচনী আচরণবিধি পালন করা হয় তা বর্ণনা কর।
বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এদেশের জনগণের নির্বাচিত ব্যক্তি দেশ পরিচালনার জন্য নির্বাচিত হন ।আমাদের নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এজন্য বাংলাদেশ নির্বাচন কমিশন রয়েছে এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের বেশ কিছু বিধিনিষেধ প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশের নির্বাচনের বেশকিছু আচরণবিধি রয়েছে তা নিচে তুলে ধরা হলোঃ
০১। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সমাবেশ-মিছিল করা যাবেনা।
০২।দেওয়ালে বা অন্য কোথাও কোন কিছু লেখা পোস্টার লাগানো যাবেনা।
০৩। কোন রাস্তায় বা সড়কে জনসভা করা যাবেনা ।
০৪। রশিতে পোস্টার বানানো যাবে।
০৫। প্রচারের জন্য কোন গেট তৈরি বা আলোকসজ্জা করা যাবেনা।
০৬। মোটরসাইকেল বা কোন যানবাহনে মিছিল করা যাবেনা।
০৭। নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোন উপহার খাদ্য বা পানীয় পরিবেশন করা যাবে না’।
০৮। ভোট দেওয়ার জন্য কোন প্রকার ঘুষ প্রদান করা যাবে না।
০৯। ভোটদানে কোন ব্যক্তিকে শারীরিক বা মানসিক ভাবে চাপ প্রয়োগ করা যাবে না
সকল বিষয়ের আপডেট তথ্য পেতে আমাদের Facebook page ও Facebook group এ যোগ দিন।
আরও দেখুন…
- একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তােলার ক্ষেত্রে তােমার যা করণীয় আছে তার একটি কর্মপরিকল্পনা তৈরি করাে।
- তােমার পরিবারের সদস্যদের কোন কোন কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপন কর।