Result

Mujib Quiz Result 2024 | 6 Dofa Quiz Mujib 100 gov bd Result 2024

Mujib Quiz Result 2024. 6 Dofa Quiz Mujib 100 gov bd Result. 6 Dofa Quiz Result 2024 will publish very soon. Quiz Mujib 100 gov bd Result 2024 related all information will be found in our website at Govtjobcircular.com.

6 Dofa Quiz Result 2024

Quiz Mujib Competition 2024 was held on 7th June (Sunday) at 09:00 pm to 10:00 pm. On 7th June (Sunday) till 03:00 pm was the limited time of registration in online 6 Dofa Quiz Competition 2024. This quiz competition result has not been published yet. But very soon this result will declared. You will get this result from our website without any hesitation.

Quiz Mujib 100 gov bd Result 2024

  • 1st Prize: BDT. 3, 00, 000
  • 2nd Prize: BDT. 2, 00, 000
  • 3rd Prize: BDT. 1, 00, 000
  • 4th Prize: BDT. 50, 000
  • 5th Prize: BDT. 25, 000
  • Special Prize: BDT. 10, 000 each (Total 95)

Mujib Quiz Result 2024

How to get Mujib 100 Six Point Quiz result:

  • Click the below Result Link
  • Then Login/sign in your account by using your email and password
  • Now Click on Sign in button
  • After sign in you can see/get your quiz result

Quiz Rules Was: (নিয়মাবলি)

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ঐতিহাসিক ৭ই জুন ৬ দফা দিবস উপলক্ষ্যে অনলাইন কুইজ প্রতিযোগিতা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালির মুক্তির সনদ ৬-দফা

নিয়মাবলি

১। কুইজ প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত।

২। প্রতিযোগিতায় অংশ নিতে নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে।

৩। একজন প্রতিযোগী কেবল একবার অংশগ্রহণ করতে পারবেন।

৪। প্রত্যেক প্রতিযোগীকে সঠিক নাম, ঠিকানা, ছবি, ফোন নাম্বার এবং ইমেইল/সোশ্যাল মিডিয়া আই.ডি. ব্যবহার করতে হবে, যা বিজয়ীদের ক্ষেত্রে তার জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের সাথে যাচাই করা হবে।

৫। ভুল তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে পরবর্তীতে অযোগ্য মর্মে বিবেচনা করা হবে।

৬। সকল প্রশ্নের মান সমান (১ পয়েন্ট)। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ পয়েন্ট কাটা যাবে।

৭। সকল প্রশ্ন এম.সি.কিউ. পদ্ধতিতে হবে।

৮। প্রত্যেকের জন্যই ৬-দফা দিবস উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতার সময় ৬ মিনিট; অর্থাৎ নিবন্ধিত একজন প্রতিযোগী লগ-ইন করার পর উত্তর দেয়ার জন্য মোট ৬ মিনিট সময় পাবেন এবং এর ভেতর যতগুলো সম্ভব সঠিক উত্তর দিতে হবে।

৯। একটি প্রশ্নের উত্তর দেয়ার সাথে সাথে পরবর্তী প্রশ্ন প্রতিযোগীর ডিভাইসে ভেসে উঠবে, এভাবে নির্ধারিত সময় শেষ হওয়া পর্যন্ত একের পর এক প্রশ্ন আসতে থাকবে।

১০। নির্ধারিত ৬ মিনিট সময়ের ভেতর সঠিক উত্তরদাতাদের মধ্য হতে সর্বোচ্চ সংখ্যক সঠিকতার ক্রমানুসারে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ইত্যাদি বিজয়ী নির্বাচিত হবে।

১১। একই সময়ে একাধিক প্রতিযোগী সমান সংখ্যক প্রশ্নের উত্তর দিলে তাদের মধ্য হতে কম্পিউটারের মাধ্যমে লটারী করা হবে।

১২। প্রথম ১০০ জনকে পুরস্কার দেয়া হবে।

১৩। বিজয়ীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশিত হবে।

১৪। পুরস্কার প্রদানের সময় ও পদ্ধতি সম্পর্কে পরবর্তীতে জানানো হবে।

১৫। যে কোন প্রতিযোগী লগইন করার পর তার ডিভাইসে একের পর এক প্রশ্নের আগমন, উত্তরের সঠিকতা নির্ধারণ ও বিজয়ী নির্বাচনের পুরো প্রক্রিয়াটি কম্পিউটার জেনারেটেড হবে, ম্যানুয়াল প্রসেস থাকবে না।

১৬। প্রতিযোগীকে ওয়েবসাইটে লগইন করে কুইজে অংশগ্রহণ করতে হবে; কোনও রকম স্ক্রিপ্ট বা অন্য কোনো পন্থা অবলম্বন করলে তাকে অযোগ্য মর্মে বিবেচনা করা হবে।

১৭। প্রতিযোগিতার পরিচালনা ও ফলাফল সংক্রান্ত যে কোনও বিষয়ে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্​যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

১৮। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্​যাপন জাতীয় কমিটি ও জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ ও পরিবারবর্গ, জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ের কর্মকর্তা ও পরিবারবর্গ, এবং প্রতিযোগিতা বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তি ও পরিবারবর্গ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।

FAQ about Mujib Quiz 2024

  1. মোবাইল নম্বর ভেরিফাই হচ্ছে না?

মোবাইল নম্বর ভেরিফাই করার জন্য আপনার নম্বরে একটি ওটিপি কোড পাঠানো হবে। কোডটির জন্য কিছুক্ষণ অপেক্ষা করুন।  তবে এর আয়ু মাত্র ১ মিনিট। এর ভেতর আপনাকে কোডটি দিতে হবে। যদি এর চেয়ে বেশি সময় লেগে যায়, তাহলে পুনরায় চেষ্টা করুন। মনে রাখতে হবে, একটি মোবাইল নম্বর দিয়ে কেবল মাত্র একটি অ্যাকাউন্ট ভেরিফাই করা যাবে।

  1. ওটিপি কি? আমি ওটিপি কীভাবে পাব?

ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP)। আপনার মোবাইল নম্বরে একটি পাসওয়ার্ড পাঠানো হবে, যা মাত্র একবার ব্যবহারযোগ্য।  এই পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনি আপনার মোবাইল নম্বর ভেরিফাই করবেন।

  1. সাবমিট বাটন কাজ করছে না। কী করতে পারি?

সব তথ্য দেওয়ার পরেও সাবমিট না হলে ছবির সাইজ চেক করুন। ১ মেগাবাইট বা এর চেয়ে ছোট সাইজের ছবি আপলোড করে আবার চেষ্টা করুন। অনেক সময় ব্রাউজারের কারণেও এটা হতে পারে। ব্রাউজার হিসেবে ক্রোম ব্যবহার করে দেখতে পারেন।

  1. কনফারমেশন মেসেজ আসছে না?

অ্যাকাউন্ট সাকসেসফুলি কমপ্লিট হয়েছে কি না, তা লগ-ইন করে দেখতে হবে। স্ক্রিনের উপরের ডানপাশে কোনায় আপনার নাম লেখা থাকবে। সেখানে ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে কি না।

  1. মোবাইল নম্বরে ওটিপি যাচ্ছে না?

প্রথমবার আপনার মোবাইলে ওটিপি না গেলে কিছুক্ষণ অপেক্ষা করে পুনরায় মোবাইল নম্বরটি দিয়ে সাবমিট করুন।

  1. মোবাইল নম্বর নিচ্ছে না?

মোবাইল নম্বর দেওয়ার পরও না নিলে একটি স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে পাঠান। এক্ষেত্রে আপনার ব্রাউজারের কারণে সমস্যা হয়ে থাকতে পারে। আপনি কোন ব্রাউজার ব্যবহার করছেন, সেটি উল্লেখ করুন।

  1. কুইজ প্রতিযোগিতার প্রশ্ন কোন ধরনের হবে?

সকল প্রশ্ন ৬-দফা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর এম.সি.কিউ. পদ্ধতিতে হবে।

  1. প্রিয় অ্যাপ ওপেন হয় না?

এক্ষেত্রেও আপনার ব্রাউজার এবং আপনার ফোনের মডেল নম্বর উল্লেখ করে আমাদেরকে ইনবক্সে জানান।

  1. দেশের বাইরে থেকে রেজিস্ট্রেশন কী করা যাবে?

বাংলাদেশের বাইরে থেকে রেজিস্ট্রেশন করা যাবে না।

  1. তথ্য এডিট করতে পারছি না।

আপনি আপনার প্রোফাইলে ঢুকে ‘সম্পাদনা’ বাটনে ক্লিক করে যেকোনো তথ্য এডিট করতে পারবেন। সিস্টেমে লগ-ইন করার পর, স্ক্রীনের ডানদিকে আপনার নাম দেখাবে। সেখান থেকে ড্যাসবোর্ডে গিয়ে প্রোফাইল এডিট করা যাবে।

  1. আমার বয়স ১৫, আমি কী অংশগ্রহণ করতে পারব?

কুইজ প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত। তবে বিজয়ীকে অবশ্যই তার পরিচয় প্রমাণ করতে হবে। এক্ষেত্রে জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র লাগতে পারে।

  1. রেজিস্ট্রেশন করে আব্বুর ছবি দিয়েছি। এখন কী কোনো সমস্যা হবে?

আপনি এখন নিজের ছবি পরিবর্তন করে দিতে পারবেন। ১০ নম্বর পয়েন্ট পড়ুন।

  1. ইমেইল এড্রেস কাজ করছে না। কী করতে পারি?

দয়া করে আবার চেষ্টা করুন, সম্ভব হলে কোন ব্রাউজার ব্যবহার করছেন আমাদের জানান।

  1. কুইজের নোটিফিকেশন কীভাবে পাব?

ফলাফল এবং প্রতিনিয়ত আপডেট পেতে প্রিয় অ্যাপটি ডাউনলোড করুন। ডাউনলোড লিংক: https://dl.priyo.com

  1. পুরো প্রক্রিয়া কী মোবাইল দিয়ে করা যাবে না?

অবশ্যই যাবে। এক্ষেত্রে আপনার ব্রউজারের কারণে কিছু সমস্যা হতে পারে। সমস্যা হলে কোন ব্রাউজার ব্যবহার করছেন আমাদের জানান। তবে ক্রোম ব্রাউজার দিয়ে সরাসরি আমাদের ওয়েবসাইট ভিজিট করলে কোনও সমস্যা হওয়ার কথা নয়। আপনি যদি ফেসবুক থেকে আমাদের ওয়েবসাইট ক্লিক করে আসেন, সেক্ষেত্রে সরাসরি লিংকটি (https://quiz.mujib100.gov.bd/ নতুন ব্রাউজারে খুলে চেষ্টা করুন।

  1. নিবন্ধন করার শেষ তারিখ কবে?

নিবন্ধনের শেষ সময়: ৭ই জুন ২০২০, বেলা ৩টা।

  1. আমি তো একজন ছাত্র আর এবার আমি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিব, তাহলে প্রতিষ্ঠান কী দিব?

শেষ শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিন।

  1. কীভাবে বুঝব যে আমার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পূর্ণ হয়েছে?

রেজিস্ট্রেশন সফলভাবে সম্পূর্ণ হয়ে গেলে আপনি আপনার প্রোফাইলে ঢুকে ‘অভিনন্দন’ বার্তা দেখতে পাবেন।

  1. ফেসবুক থেকে লগ ইন করলে ওটিপি পাচ্ছি না।

ফেসবুকের মাধ্যমে লগ ইন করার সঙ্গে ওটিপি’র সম্পর্ক নেই। ওটিপি শুধু প্রয়োজন হবে আপনার মোবাইল নম্বর ভেরিফিকেশনের জন্য। তবে আপনি যদি ফেসবুক থেকে আমাদের ওয়েবসাইট ক্লিক করে আসেন, সেক্ষেত্রে সরাসরি লিংকটি (https://quiz.mujib100.gov.bd/) নতুন ব্রাউজারে খুলে চেষ্টা করুন।

  1. অ্যাপ ডাউনলোড হচ্ছে না।

এখান থেকে ডাউনলোড করুন https://dl.priyo.com/

  1. কী ধরনের ছবি আপলোড করব?

১ মেগাবাইট সাইজ বা এর কম সাইজের ছবি আপলোড করুন।

  1. পাসওয়ার্ড ভুলে গেলে কী করব?

https://accounts.priyo.com/ এই লিংকে গিয়ে ‘Forgot Password’ অপশনে গিয়ে পাসওয়ার্ড রিকভার করতে পারবেন।

  1. পরীক্ষা কোথায় এবং কীভাবে হবে?

https://quiz.mujib100.gov.bd এই লিংকে হবে পরীক্ষা। যাবতীয় নিয়মাবলী এই ওয়েবসাইটেই উল্লেখ করা আছে।

  1. কী ধরনের প্রশ্ন দেয়া হবে?

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৬-দফা, তাঁর জীবন, কর্মযজ্ঞ, বাংলা ও বাঙালির স্বাধীনতার ধারাবাহিক ইতিহাস, বঙ্গবন্ধুর লেখা বই, তাঁর উপর লেখা অন্যদের বই, প্রবন্ধ, কবিতা, ইত্যাদি থেকে প্রশ্ন আসবে। সকল প্রশ্ন এম.সি.কিউ আকারে দেয়া হবে।

Read more: Xi Class Admission Result

We will update all information about 6 Dofa Mujib Quiz Result 2024 in our website. You can get all educational news, as well as job news from our website. So stay with us and get more updates.

Life

Life is one of the most active members of our writing team. She puts his best foot forward to bring the trending news and Education topic. Life is a great writer too. Her pieces are always objective, informative and educative.
Back to top button