পৃথিবীতে তোমার ভর ৫০ কেজি চাঁদে তোমার ওজন কমে যায় কেন ব্যখ্যা করা
পৃথিবীতে তোমার ভর ৫০ কেজি চাঁদে তোমার ওজন কমে যায় কেন ব্যখ্যা করা
আগেভাগেই, একটা ব্যাপারে ধারণা পরিষ্কার করে নিই,
ভরের একক(Mass, m) : কেজি(Kg, kilogram)
ওজনের একক(Weight, w) : m*g কেজি*মিটার/সেকেন্ড²=নিউটন।
এখানে g হলো অভিকর্ষজ ত্বরণ।
প্রশ্নে বলা আছে, আপনার ওজন 50 কেজি, এটা কিন্তু ভুল। আসলে ওটা আপনার ভর, m = 50 কেজি ।
পৃথিবীতে আপনার ওজন হলো গিয়ে, W= m*g = 50*9.81 Kg-m/s² = 490.5 নিউটন, এখানে g=9.81 m/s²
চাঁদে আপনার ওজন হবে মোটামুটি W=m*g = 50*1.62 Kg-m/s² = 81নিউটন।
যেহেতু চাঁদে g এর মান 1.16 m/s² যেটা পৃথিবীর g এর মানের 6 বাগের এক ভাগ, তাই চাঁদে যেকোনো বস্তুর ওজন পৃথিবীতে সেই বস্তুর ওজনের 6 ভাগের এক ভাগ হবে।
কিন্তু মহাবিশ্বের যেকোনো জায়গায় আপনার ভর 50 কেজি থাকবে।
পৃথিবীতে কোনো ব্যক্তি বা বস্তুর ওজন 100 কেজি(ভর নয় কিন্তু, ওজন = ভর*g) হলে বিভিন্ন গ্রহ উপগ্রহে তার ওজন কতো হবে এই ছবি দেখে ধারণা পাওয়া যেতে পারে।
সকল বিষয়ের আপডেট তথ্য পেতে আমাদের Facebook page ও Facebook group এ যোগ দিন।
আরও দেখুন…