কিভাবে সেচের পানি অপচয় হয়? ফল গাছের গোড়ায় এবং শাকসবজি খেতে কোন কোন পদ্ধতিতে সেচ দেওয়া হয়? রুট স্টক ও সায়ন বলতে কী বুঝ?
যেভাবে সেচের পানি অপচয় হয়?
আমাদের দেশে পানির ব্যবহার এখনও পরিকল্পিতভাবে করা হয় না। পানিকে সবচেয়ে সহজলভ্য ভেবে যে যেভাবে ইচ্ছে তা ব্যবহার করে। এর ফলে যা হচ্ছে তা হল বিশুদ্ধ পানিকে আমরা নিয়মের বাইরে গিয়ে যে যার মতো তুলছি এবং ভূগর্ভস্থ পানির অপচয় বাড়াচ্ছি। পানির অপরিকল্পিত ব্যবহারে ভূগর্ভস্থ পানির স্তর খালি হচ্ছে তা কিন্তু নয়। এর সঙ্গে দূষণের একটি বড় স¤পর্কও রয়েছে। পানির দূষণের হার ও পানির দূষণের কারণ যখন দুটোই বেড়েছে তখন পানি নিয়ে ভাবনা কিন্তু আমাদের বাড়াতেই হবে।
সেচ কাজে পানির ব্যবহার আমাদের দেশে প্রচুর। কৃষিপ্রধান দেশ বাংলাদেশের চারপাশে নদী থাকার কারণে পানির পর্যাপ্ততা ও পানির স্বাদ দুই-ই বেশি। কিন্তু শুকনো মৌসুমে পানির চাহিদা পূরণের মাধ্যম একটিই- তাহলো ভূগর্ভস্থ পানি। প্রযুক্তির কারণে পানি না পেলেই আমরা আরও গভীর নলকূপ বসাই। একসময় পানিকে পাওয়ার জন্য হাজার হাজার ফুট নিচেও আমরা পানির নলকূপ বসাই। আর যাচ্ছেতাইভাবে পানি তুলে তা ফেলে দেই।
পানির অপচয় রোধ করতে ও ভূগর্ভস্থ পানির যত্নে মনোযোগী হওয়ার জন্য হলেও বিষয়গুলো নজরে আনা প্রয়োজন। এক বিঘা জমিতে কী পরিমাণ পানি লাগবে এবং কী পরিমাণ পানি হলে তা অপচয় হবে বিষয়গুলো ঠিক করে দিতে হবে। শুকনো মৌসুমে যে পানি তোলা হয় তা খালে গিয়ে পড়ে চলে যায় নদীতে। পানি জমিয়ে রাখার ব্যাপারেও কাজ করা যেতে পারে। বৃষ্টির পানি ধরে রেখে কৃষিতে ব্যবহারের পরিকল্পনাও প্রয়োজন। আশা করি পানি উন্নয়ন বোর্ড, কৃষি মন্ত্রণালয় এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে।
ফল গাছের গোড়ায় এবং শাকসবজি খেতে কোন কোন পদ্ধতিতে সেচ দেওয়া হয়?? অনুধাবন মূলক এ প্রশ্নের উত্তর পেতে চাইলে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন। একটু পরেই প্রকাশ করা হবে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান, সমাধান পত্র তৈরির কাজ চলছে।
ফল গাছের গোড়ায় এবং শাকসবজি খেতে কোন কোন পদ্ধতিতে সেচ দেওয়া হয়?
ফলগাছের গোড়ায় সেচ পদ্ধতি:
ফলগাছের গোড়ায় বৃত্তাকার সেচ পদ্ধতিতে সেচ দেওয়া হয়। এই পদ্ধতিতে সমস্ত জমিতে সেচ না দিয়ে শুধুমাত্র ওই স্থানে সেচ দেওয়া হয় যে স্থানে গাছ রয়েছে। বৃত্তাকার সেচ পদ্ধতিতে ফল বাগানের মাঝ বরাবর একটি প্রধান নালা কাটা হয় এবং এরপর প্রতিটি ফলগাছের গোড়ায় বৃত্তাকার নালা কেটে তা প্রধান নালার সাথে সংযোগ দেওয়া হয়। বৃত্তাকার সেচ পদ্ধতিতে পানি অপচয় হয় না এবং সেই সাথে পানি নিয়ন্ত্রণ করাও সহজ হয়।
শাকসবজির ক্ষেতে সেচ পদ্ধতি:
শাকসবজির ক্ষেতে ফোয়ারা সেচ পদ্ধতিতে সেচ দেওয়া হয়। এ পদ্ধতিতে ফসলের জমিতে বৃষ্টির মতো পানি সেচ দেওয়া হয়। আমাদের দেশে ঝাঝরি দিয়ে বীজতলায় কিংবা চারা গাছে ফোয়ারা সেচ দেওয়া হয়।
রুট স্টক ও সায়ন বলতে কী বুঝ
রুট স্টক ও সায়ন বলতে কী বুঝ?রুট স্টক ও সায়নের জোড়া লাগানো পদ্ধতিকে জোড়া কলম বলে। জোড়া কলম প্রধানত দুই ধরনের হয়। যেমনঃ যুক্ত জোড়া কলম ও বিযুক্ত জোড়া কলম। জোড়া কলম এর মাধ্যমে বর্তমানে আম, তেজপাতা, সফেদা প্রভৃতি গাছের বংশবিস্তার করা হচ্ছে।
জোড়া কলম এর প্রধান দুটি অংশ হলোঃ
১) রুট স্টকঃ অনুন্নত যে গাছের সঙ্গে জোড়া লাগানো হবে সে গাছটিকে রুট স্টক বলে।
২) সায়নঃ যে অঙ্গে উন্নত জাতের গাছের স্টকের সঙ্গে লাগানো হবে তাকে বলা হয় সায়ন
সকল বিষয়ের আপডেট তথ্য পেতে আমাদের Facebook page ও Facebook group এ যোগ দিন।
Read more:
ক) কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই, কেন?
গ) একটি ছকে ৫টি করে মাঠ ফসল ও উদ্যান ফসল এর নাম লিখ :
ঘ) নিচের কৃষি কাজগুলাে করতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা ছকে উল্লেখ কর