Assignment
গরম হ্যারিকেনের চিমনিতে ঠাণ্ডা পানি পড়লে চিমনি ফেটে যায় কেন?

গরম হ্যারিকেনের চিমনিতে ঠাণ্ডা পানি পড়লে চিমনি ফেটে যায় কেন?
মানুষের চরিত্র আর ধাতু তথা জড়বস্তুর চরিত্র এক নয়। বাড়িতে বৌ বা বাচ্চারা রেগে গিয়ে চিমনি(মাথা) গরম করলে একটা গিফট ধরিয়ে দিলেই চিমনি অমনি ঠান্ডা। কিন্তু হারিকেনের চিমনি গরম হলে প্রসারিত হয়ে আয়তন বৃদ্ধি পায়। এখন এই উত্তপ্ত চিমনিতে পানি ঢাললে চিমনি শিতল হয় এবং আয়তন দ্রুত হ্রাস পায় এবং সংকুচিত হয়ে ফেটে যায়।
সকল বিষয়ের আপডেট তথ্য পেতে আমাদের Facebook page ও Facebook group এ যোগ দিন।
আরও দেখুন…
২) তাপমাত্রা বাড়লে বামুসন্ডলের চাপ কমে যায় কেন?
গ) দন্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় কর।
ঘ) উদ্দীপকের আলোকে বস্তুতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে? বিশ্লেষণ কর