তােমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মসলা জাতীয় ফসলের (পাঁচটি করে) তালিকা তৈরি কর এবং এগুলাের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর।
তােমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মসলা জাতীয় ফসলের (পাঁচটি করে) তালিকা তৈরি কর এবং এগুলাের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর।
উত্তর: আমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মসলা জাতীয় ফসলের পাঁচটি করে তালিকা তৈরি করা হলো –
- ফুল জাতীয় ফসল – গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, বেলি, হাসনাহেনা
- ফল জাতীয় ফসল– পেঁপে, কলা, লেবু, কিউই ফল, আনারস
- শাক সবজি জাতীয় ফসল– আলু, গাজর, শসা, পালং শাক, লাউ
- মসলা জাতীয় ফসল– পেঁয়াজ, রসুন, আদা, ধনিয়া, জিরা
উপরোক্ত ফসল গুলোর অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করা হলো –
ফুলের অর্থনৈতিক গুরুত্ব-
১. ফুল সহজে চাষ প্রক্রিয়া ও অভিযোজন যোগ্যতার কারণে এটি চাষের বহুল জনপ্রিয়তা রয়েছে।
২. ঝুলন্ত ঝুড়ি, মালা তৈরি, বিয়ে বাড়ির স্টেজ সাজানোর কাজে ব্যবহৃত হয় যার মাধ্যমে অর্থনৈতিকভাবে বিক্রেতা লাভবান হয়।
ফলের অর্থনৈতিক গুরুত্ব-
১. যেহেতু দেশি ফল হতে আমরা নানা ধরনের পুষ্টিমূল্য পেয়ে থাকি, তাই এর চাষ আমাদের জীবনের নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
২. ফলের উৎপাদন, বিপণন ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ অত্যন্ত শ্রমঘন কাজ বিধায় ;এগুলো কর্মসংস্থানের সৃষ্টি করে।
শাকসবজির অর্থনৈতিক গুরুত্ব-
১. বাজারে বিদ্যমান শাক সবজি বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় খুব সহজেই।
২. শাকসবজি ও ফলমূল উৎপাদন করে কৃষিখাতের মধ্য দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখা যায়।
মসলার অর্থনৈতিক গুরুত্ব-
১. বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের রান্না কাজে সবচেয়ে বেশি ব্যবহার হয় মসলা।
২. মসলার দাম কম থাকায় সবার নাগালের মধ্যে থাকে।
উৎপাদন থেকে বাজারজাতকরণ প্রতিটি স্তরে অধিক পুঁজি ও প্রযুক্তির দরকার হয় বলে সারা বছর প্রচুর কাজের সৃষ্টি হয়। ফলে বেকার সমস্যা দূর করা যায়।
উপরোক্ত ফসলগুলো চাষে ব্যাপক অর্থনৈতিক গুরুত্ব রয়েছে।
ফুল, ফল, শাকসবজি ও মসলা জাতীয় ফসলের তালিকা ও মাটির প্রকারভেদ এই ছিল আজকের আয়োজন।
সকল বিষয়ের আপডেট তথ্য পেতে আমাদের Facebook page ও Facebook group এ যোগ দিন।
আরও দেখুনঃ
ক) উদ্দীপকের প্রদত্ত ফসলগুলাে চাষের উপযােগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি কর।
খ) শিক্ষকের শেষ মন্তব্যটি কোন মাটিকে নির্দেশ করে? ব্যাখ্যাপূর্বক ধান চাষের জন্য এই মাটি উপযােগী কী না-যুক্তি দাও