ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে? ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণ ও ফলাফল বর্ণনা কর।
ভূমিকম্প ও আগ্নেয়গিরি কাকে বলে? ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণ ও ফলাফল বর্ণনা কর।
ভূমিকম্প: পৃথিবীর কঠিন ভূত্বকের কোন কোন অংশ প্রাকৃতিক কোন কারনে কখনাে কখনাে অপ্ল সময়ের জন্য হঠাৎ কেঁপে উঠে। ভূত্বকের এরুপ আকস্মিক কম্পনকে ভূমিকম্প বলে।
আগ্নেয়গিরি: ভূত্বকের শিলাস্তর সর্বত্র একই ধরনের কঠিন বা গভির নয়। কোথাও নরম, কোথাও কঠিন। ভূত্বকের চাপ হলে সুড়ঙ্গের সৃষ্টি হয়। এই সুড়ঙ্গ দিয়ে ভূত্বকের উষ্ণ বায়ু, গলিত শিলা, ধাতু, ভষ্ম, জলীয়বাষ্প উত্তপ্ত পাথরখন্ড, কাঁদা, ছাই ইত্যাদি প্রবলবেগে উপরে উৎক্ষিপ্ত হয়। ভূপৃষ্ঠ ঐ ছিদ্রপথে বা ফাটলের চারপাশে ক্রমশ জমাট বেঁধে যে উচু মােচাকৃতি পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলে।
ভূমিকম্পের কারন: পৃথিবীর উপরিভাগ কতগুলাে প্লেট দ্বারা গঠিত। এই প্লেট সমূহের সঞ্চালন প্রধানত ভূমিকম্প ঘটিয়ে থাকে। অগ্নৎপাতের ফলে প্লেট সমূহের ভূমিকম্প সৃষ্টি হয়।
ভূমিকম্পের ফলাফল:
১) ভূমিকম্পের ফলে ভত্বকের মধ্যে অসংখ্য ভাঁজ, ফাটলের সৃষ্টি হয়। নদীর গতিপথ পাল্টে যায়।
২)পাহাড় – পর্বত বা দ্বীপের সৃষ্টি হয়।
৩) সমুদ্রতলে ডুবে যায় অনেক স্থলভাগ |
৪)ভূমিকম্পের ফলে সমুদ্র উপকূল সংলগ্ন এলাকায় জলােচ্ছ্বাসে প্লাবিত হয়।
আগ্নেয়গিরি অগ্নৎপাতের কারন:
1) ভূত্বকের সুড়ঙ্গ দিয়ে ভূঅভ্যন্তরের গলিত ম্যাগমা, ভস্ম,ধাতু। প্রবলবেগে বের হয়ে অনুৎপাত ঘটায়।
2) ভূপৃষ্ঠের চাপ কমে গেলে শিলাগুলাে স্থিতিস্থাপক অবস্থা থেকে তরলে পরিনিত হয়।ফলে তুরল স্থান দে করে অগ্নৎপাতের, সৃষ্টি করে।
3) রাসায়নিক বিয়ায় তেজস্ক্রিয় পদার্থের প্রভাবে তাপ বৃদ্ধি পাওয়ার কারনে অগ্নৎপাতের সৃষ্টি হয়।
4) আগ্নেয়গিরির লাভা উপরে উঠলে চারপাশে ভূত্বকের দূর্বল অংশে ভেদ করার কারনে অগ্নৎপাতের সৃষ্টি হয়।
5) অনেক সময় ভূত্বকের ফাটল দিয়ে খাল-বিল – সমুদ্রের পানি ভূগর্ভে প্রবেশ করে বাষ্পীভূত হয়। ইহা ও আরেকটি কারন।
আগ্নেয়গিরির অগ্নৎপাতের ফলাফল:
1) আগ্নেয়গিরি থেকে নির্গত পদার্থ চারদিকে সুঞ্চিত হয়ে মালভূমি সৃষ্টি করে। গণিতের প্রশ্নাবলী ও সমাধান
2) সমদ্র তলদেশের আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা দ্বীপের সৃষ্টি করে।
3) লাভা সঞ্চিত হতে হতে বিস্তৃত এলাকা নিম্ন সমভূমিতে পরিনত হয়।
সকল বিষয়ের আপডেট তথ্য পেতে আমাদের Facebook page ও Facebook group এ যোগ দিন।
আরও দেখুন…
- নক্ষত্র পতন কাকে বলে? সৌরজগতের গ্রহ গুলির চিত্রসহ বর্ণনা দাও। (Answer)
- ঢাকা ও টোকিওর স্থানীয় সময়ের ব্যবধান ৩ ঘন্টা ১৭ মিনিট ১৬ সেকেন্ড। টোকিওর দ্রাঘিমা ১৩৯° ৪৫ পূর্ব হলে ঢাকার দ্রাঘিমা কত?